ছেলেবেলাতেই জগদীশচন্দ্র বসুর প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে তিনি নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক-তরঙ্গ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। পরবর্তীকালে রেডিও-টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি জগদীশ বসুর আবিষ্কারের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে উদ্ভিদের যে প্রাণ আছে, এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেসকোগ্রাফ আবিষ্কারও জগদীশচন্দ্রের অনন্য কীর্তি।
বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন। তা ছাড়া তাঁকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগুজে মুদ্রার নোটে তাঁর ছবি মুদ্রণ করে।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা