বর্ষাকালেই বেশিরভাগ বৃষ্টিপাত দেখা যায়
বর্ষাকালেই বেশিরভাগ বৃষ্টিপাত দেখা যায়

শেষ মুহূর্তের প্রস্তুতি (৫ম পর্ব)—ভূগোল ১ম পত্র | এইচএসসি ২০২৪

ছয় পর্বের ৫ম পর্ব

প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামীকাল ১৬ জুলাই মঙ্গলবার, ভূগোল ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ৫ম পর্ব । ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।

(৫ম পর্ব)

১. কোন মেঘ দেখতে বিশালকার পেঁজা তুলার মতো?

 ক. সিরাস খ. স্ট্র্যাটাস

 গ. কিউমুলাস ঘ. নিম্বাস

২.  ঘূর্ণিঝড়ের গতিবেগ কম থাকে কোথায় ?

 ক. আরব সাগরে খ. দক্ষিণ চীন সাগরে

 গ. ভূমধ্যসাগরে ঘ. বঙ্গোপসাগরে

৩. নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস?

 ক. অক্সিজেন খ. কার্বন ডাই–অক্সাইড

 গ. নাইট্রোজেন ঘ. হিলিয়াম

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বায়ু রয়েছে। সাহারা ও আরব মরুভূমিতে বসন্ত ও গ্রীষ্মকালে একধরনের স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়।

৪. উদ্দীপকের স্থানীয় বায়ুটির নাম কী?

 ক. সাইমুম খ. খামসিন

 গ. বোরা ঘ. চিনুক

৫. উদ্দীপকের বায়ুটির বৈশিষ্ট্য হলো—

  i. বালু বহন করে প্রবাহিত হয়

 ii. বাহিত বালু জমা করে বালিয়াড়ি সৃষ্টি করে

 iii.কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়

 নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii     খ. i ও iii

 গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৬.  বায়ুর আর্দ্রতা কয় প্রকার?

 ক. ১ প্রকার খ. ২ প্রকার

 গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার

৭. সমুদ্র সমতলে (৪৫° অক্ষাংশে) বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?

ক. ১ কিলোগ্রাম খ. ২ কিলোগ্রাম

 গ. ৩ কিলোগ্রাম ঘ. ৪ কিলোগ্রাম

৮. কোন কোন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল?

 ক. নভেম্বর ও ফেব্রুয়ারি খ. মার্চ ও মে

 গ. জুন ও অক্টোবর ঘ. ফেব্রুয়ারি ও মার্চ

৯. নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত হয়?

 ক. ঘূর্ণিবাত বৃষ্টি খ. শৈলোৎক্ষেপ বৃষ্টি

 গ. সংঘর্ষ বৃষ্টি ঘ. পরিচলন বৃষ্টি

১০. বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাতের কারণ কী?

 ক. নিম্নচাপের আধিক্য খ. শীতল ও উষ্ণ বায়ুর উপস্থিতি  

 গ. পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত ঘ. উষ্ণ বায়ুর প্রভাব

সঠিক উত্তর: ১.গ ২.গ ৩. খ ৪.ক ৫.ক ৬. খ ৭.ক ৮. খ ৯.ঘ ১০. খ

১১.  উচ্চচাপ সৃষ্টি হয় কেন?

 ক. বায়ুতে তাপ বৃদ্ধি পেলে খ. বায়ুতে তাপ কম হলে

 গ. জলীয়বাষ্প বৃদ্ধি পেলে ঘ. বায়ুপ্রবাহ কম হলে

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 সৌদি আরবের অধিবাসী ইউসুফ আহমাদি সুইডেন বেড়াতে গেলেন। কিছুদিন থাকার পর প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে তিনি দ্রুত নিজ দেশে ফিরে এলেন।

১২. উদ্দীপকে গমনকৃত দেশটি কোন তাপবলয়ের অন্তর্গত?

 ক. নাতিশীতোষ্ণ মণ্ডল খ. উষ্ণ মণ্ডল

 গ. ক্রান্তীয় মণ্ডল ঘ. হিম মণ্ডল

১৩. ইউসুফ আহমাদির দ্রুত নিজ দেশে ফিরে আসা কারণ হচ্ছে—

  i. প্রচুর সূর্য তাপ

  ii. তুষারপাত জলবায়ু

 iii.সূর্যের তির্যক পতন

 নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii    খ. i ও iii

 গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৪. নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও:  

চিত্রের ‘ক’ অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে—

  i. তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চচাপের সৃষ্টি

 ii. বায়ুর গতিপথে পর্বতের বাধা

 iii.দ.পশ্চিম থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু

 নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii     খ. i ও iii

 গ. ii ও iii    ঘ. i, ii ও iii

নিচের চিত্রটির আলোকে ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১৫.  উদ্দীপকে সংঘটিত বৃষ্টিপাত কোন ধরনের?

 ক. শৈলোৎক্ষেপ খ. পরিচলন

 গ. ঘূর্ণিবাত ঘ. সংঘর্ষ

নিচের চিত্রটির আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১৬.  উদ্দীপকে ‘ক’ চিহ্নিত অঞ্চলটি কোন চাপবলয়ের অন্তর্গত?

 ক. নিরক্ষীয় নিম্নচাপ খ. উপক্রান্তীয় উচ্চচাপ

 গ. মেরুবৃত্তীয় নিম্নচাপ ঘ. মেরুদেশীয় উচ্চচাপ

১৭.  উদ্দীপকে ‘খ’ চিহ্নিত অঞ্চলে সৃষ্ট চাপবলয়ের কারণ হলো—

  i. বায়ুর বিক্ষিপ্ত হওয়া

  ii. সূর্য হতে অধিক দূরত্ব

 iii.পৃথিবীর আর্বতন

 নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii     খ. i ও iii

 গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৮.  বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?

 ক. হাইড্রোমিটার খ. হাইগ্রোমিটার

 গ. ব্যারোমিটার ঘ. স্ফিনোমিটার

১৯.  বিশ্ব আবহাওয়া সংস্থা ( WMO ) সব ধরনের মেঘকে কয়টি শ্রেণিতে ভাগ করেছে?

 ক.৬ শ্রেণিতে খ. ৮ শ্রেণিতে

 গ. ১০ শ্রেণিতে ঘ. ১২ শ্রেণিতে

২০.  ‘হারমাট্টন কী?

 ক. মেরুদেশীয় উচ্চচাপ বলয় খ. শৈলোৎক্ষেপ বৃষ্টি

 গ. বায়ুর আর্দ্রতা ঘ. সাহারা থেকে প্রবাহিত শুষ্ক বায়ু

সঠিক উত্তর: ১১. খ ১২. খ ১৩. খ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.ঘ

২১. শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হওয়ায় কোন ধরনের অবস্থার সৃষ্টি হয়?

 ক. তাপমাত্রা বৃদ্ধি পায়              খ. বায়ুপ্রবাহ বৃদ্ধি পায়

 গ. তাপমাত্রা হ্রাস পায়               ঘ. বায়ুচাপ হ্রাস পায়

 ২২. দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত?

 ক. নিরক্ষীয়             খ. মৌসুমি  

 গ. ভূমধ্যসাগরীয়      ঘ. মহাদেশীয়

নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

২৩. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থান কোন জলবায়ুর অন্তর্গত?

 ক. মৌসুমি               খ. নিরক্ষীয়

 গ. মহাদেশীয়           ঘ. ভূমধ্যসাগরীয়

২৪. উদ্দীপকের ‘খ’ চিহ্নিত স্থানে অধিক বৃষ্টিপাতের কারণ—

i.   বিষুবীয় অবস্থান

ii.  বনভূমির অবস্থান

iii. মহাদেশীয় অবস্থান

নিচের কোনটি সঠিক?

  ক.  i ও  ii               খ. i ও  iii

 গ.  ii ও  iii              ঘ.  i, ii ও  iii

২৫. ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ুর অপর নাম কী?

 ক. আফ্রিকান           খ. ব্রাজিলিয়ান

 গ. নিরক্ষীয়              ঘ. সুদানি  

 ২৬. ‘মৌসুম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

 ক. আরবি                খ. ফার্সি

 গ. ইংরেজি              ঘ. বাংলা

 ২৭. মৌসুমি জলবায়ু অঞ্চলে উত্তর গোলার্ধে বর্ষাকালে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়?

  ক. নিরক্ষরেখায়                     খ. কর্কটক্রান্তি রেখায়  

 গ. মকরক্রান্তি রেখায়               ঘ. মূল মধ্যরেখায়

 ২৮. ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত কখন হয়?

 ক. গ্রীষ্মকালে           খ. বর্ষাকালে

 গ. শীতকালে           ঘ. সারা বছর

 ২৯. কোন জলবায়ু অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়েছে?

  ক. নিরক্ষীয় অঞ্চলে                খ. ভূমধ্যসাগরীয় অঞ্চলে

 গ. মেরুদেশীয় অঞ্চলে             ঘ. মৌসুমি অঞ্চলে

 ৩০. রেশম কোন জলবায়ু অঞ্চলের উল্লেখযোগ্য  শিল্প?

  ক. নাতিশীতোষ্ণ     খ. ভূমধ্যসাগরীয়  

 গ. মেরুদেশীয়         ঘ. নিরক্ষীয়

সঠিক উত্তর: ২১.গ ২২.খ ২৩.ক ২৪.ক ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.খ

৩১. শীতকালে বৃষ্টিপাত ও গ্রীষ্মকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশ কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য?

 ক. নিরক্ষীয়             খ. ভূমধ্যসাগরীয়  

 গ. মৌসুমি               ঘ. মেরুদেশীয়

৩২. বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যাপক পার্থক্য দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে?

 ক. ভূমধ্যসাগরীয় অঞ্চলে         খ. মৌসুমি অঞ্চলে

 গ. নিরক্ষীয় অঞ্চলে  ঘ. মেরুদেশীয় অঞ্চলে

 ৩৩. সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?

 ক. নিরক্ষীয় অঞ্চল                   খ. মৌসুমি জলবায়ু

 গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়        ঘ. ক্রান্তীয় মহাদেশীয়

 ৩৪. বাংলাদেশ কোন জলবায়ু দ্বারা প্রভাবিত অঞ্চল?

ক. নিরক্ষীয় অঞ্চলীয়                 খ. ক্রান্তীয় মৌসুমি

 গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়        ঘ. ক্রান্তীয় মহাদেশীয়

নিচের উদ্দীপকের আলোকে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 তুষার তার মা–বাবাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গেল। বিকেলে সে বাইরে হাঁটতে বের হয়ে দেখল খুব গরম লাগছে। সে দেশ থেকে জেনে এসেছিল এখানকার বার্ষিক তাপমাত্রা ২২°-৩৪° ডিগ্রি সে.।

 ৩৫. তুষার যে দেশে গিয়েছিল, সেটা কোন জলবায়ুর অন্তর্গত?

 ক. মৌসুমি               খ. ভূমধ্যসাগরীয়

 গ. নিরক্ষীয়              ঘ. মেরুদেশীয়

 ৩৬. উদ্দীপকের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য—

 i.  সারা বছর অধিক বৃষ্টিপাত

ii. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য কম

iii.সারা বছর আর্দ্র ঋতু

নিচের কোনটি সঠিক?

  ক.  i ও  ii               খ.  i ও  iii

 গ.  ii ও  iii              ঘ.  i, ii ও  iii

নিচের চিত্র দেখে ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩৭. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে—

 i.  তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চ চাপের সৃষ্টি

ii. বায়ুর গতিপথে পর্বতের বাধা

iii. দক্ষিণ–পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু

নিচের কোনটি সঠিক?

  ক.  i ও  ii       খ.  i ও  iii

 গ.  ii ও  iii       ঘ.  i, ii ও  iii

 ৩৮. বৃষ্টি পরিমাপকের যন্ত্রের নাম কী?

 ক. রেইনগেজ          খ. হাইগ্রোমিটার

 গ. রেইনমিটার         ঘ. অ্যানিমোমিটার

 ৩৯. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?

 ক. রাজশাহীতে        খ. সিলেটের লালখানে  

 গ. চট্টগ্রামে              ঘ. বরিশালে

 নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

দেশটির জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। বর্ষাকালে সর্বাধিক বৃষ্টিপাত হয়। শীতকালে প্রায় বৃষ্টিহীন থাকে।

০. উক্ত জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ কোনটি?

 ক. ইতালি                খ. যুক্তরাজ্য

 গ. বাংলাদেশ           ঘ. মালয়েশিয়া

 ৪১. উদ্দীপকে উল্লেখিত জলবায়ুর আর যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—

i.  গ্রীষ্মকালীন কালবৈশাখী

ii. জুলাই মাস সর্বাধিক গরম

iii.শীতকালে বাতাসের আর্দ্রতা প্রায় ৩৬%

নিচের কোনটি সঠিক?

 ক.  i ও  ii       খ.  ii ও  iii

 গ.  i ও  iii       ঘ.  i, ii ও  iii

সঠিক উত্তর: ৩১.খ ৩২.ক ৩৩.ক ৩৪.খ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.গ

মো. শাকিরুল ইসলামপ্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা