উদ্ভিদের পুষ্টি উপাদান - জীববিজ্ঞান ১ম পত্র , অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

[এর আগের প্রকাশিত লেখা]

৩২. নিচের কোনটিকে ‘বায়োলজিক্যাল কয়েন’ বলে?

ক.  DNA খ.  RNA 

গ.  ADP ঘ.  ATP 

৩৩. ট্রাইকার্বোক্সিলিক চক্র নিচের কোনটি?

ক. গ্লাইকোলাইসিস খ. ক্রেবস চক্র

  গ. C3 চক্র ঘ. C4 চক্র 

৩৪. কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?

ক. সালোকসংশ্লেষণ খ. অবাত শ্বসন

  গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ 

৩৫. উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো মৌল কোনটি?

ক. ক্যালসিয়াম খ. কার্বন 

গ. সালফার ঘ. কপার

৩৬. উদ্ভিদ কোন উপাদানটি মাটি থেকে শোষণ করে?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন 

  গ. নাইট্রোজেন ঘ. কার্বন

৩৭. কোনটি বৃদ্ধি পেলে লবণ শোষণ বৃদ্ধি পায়?

ক. চাপ খ. তাপমাত্রা

  গ. পানির ঘনত্ব ঘ. অ্যানায়নের পরিমাণ 

৩৮. সাইটোক্রোম সিস্টেমের মধ্যে কোনটি ঘটে?

ক. ক্যাটায়ন শোষণ খ. প্রোটন শোষণ 

গ. অ্যানায়ন শোষণ ঘ. নিষ্ক্রিয় শোষণ

৩৯. উদ্ভিদের দেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটি?

ক. ত্বকীয় কোষ খ. পত্ররন্ধ্র

গ. লেন্টিসেল ঘ. গ্রন্থি টিস্যু

৪০. কাষ্ঠল উদ্ভিদের মূলের বা কাণ্ডের ত্বকে ক্ষুদ্রাকৃতির ছিদ্র কী নামে পরিচিত?

ক. লেন্টিসেল খ. পেরিডার্ম

গ. ফেলোডার্ম ঘ. কর্ক

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. খ ৪০. ক

মোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা