১. পরিবেশের দূষণ না ঘটিয়ে কম খরচে অধিক ও পরিবেশবান্ধব উৎপাদন তৈরি নিয়ে আলোচনা করা হয় রসায়নের কোন শাখায়?
ক. ভৌত রসায়নে খ. গ্রিন রসায়নে
গ. জৈব রসায়নে ঘ. অজৈব রসায়নে
২. ১৯৯১ সালে কোন রসায়নবিদ সবুজ রসায়নের ১২টি নীতিমালা প্রণয়ন করেন?
ক. ল্যাভয়েসিয়ে খ. জন ডাল্টন
গ. পাউল টি অ্যানাসতাস ঘ. ক্যাভেন্ডিস
৩. সবুজ রসায়নের নীতিমালা কোনটি?
ক. ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ খ. বর্জ্য পদার্থ প্রতিরোধ
গ. মাধ্যমিক গৌণ পদার্থের বৃদ্ধি ঘ. ন্যূনতম নিরাপদ দ্রাবক ব্যবহার
৪. রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত কাঁচামালগুলো নবায়নযোগ্য হতে হবে, এতে কী হবে?
ক. এতে ঝুঁকি হ্রাস পাবে খ. এতে কাঁচামাল সহজলভ্য হবে
গ. এতে ব্যয় বৃদ্ধি পাবে ঘ. এতে পরিমাণে বেশি লাগবে
৫. হাইড্রাসিডগুলোর তীব্রতা নির্ভর করে কোনটির ওপর?
ক. অ্যানায়নের আকার খ. ক্যাটায়নের আকার
গ. একমুখী বিক্রিয়ার ঘ. সাম্যের স্থায়িত্বের
৬. রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. ফলপ্রসূ খ. নির্বাচনশীল
গ. কার্যকরী ঘ. ভাঙনযোগ্য নয়
৭. সবুজ রসায়নের অন্তর্ভুক্ত—
i. কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ
ii. নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার
iii. বর্জ্য পদার্থ প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. গ্রিন রসায়নের নীতিমালা হলো—
i. কম ক্ষতিকর রাসায়নিক সংশ্লেষণ
ii. নবায়নযোগ্য কাঁচামালের কম ব্যবহার নিশ্চিতকরণ
iii. মাধ্যমিক গৌণ পদার্থের উৎপাদন হ্রাসকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. গ্রিন কেমিস্ট্রি সহায়ক নীতি সমর্থন হচ্ছে—
i. বর্জ্য পদার্থ রোধকরণ
ii. সর্বোত্তম অ্যাটম ইকোনমি অর্জন
iii. ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. নিচের কোনটি একমুখী বিক্রিয়ার শর্ত?
ক. বিক্রিয়া বন্ধ পাত্রে সংঘটিত হওয়া
খ. অধঃক্ষেপ সংঘটিত হওয়া
গ. বিক্রিয়ার অসম্পূর্ণতা
ঘ. বিক্রিয়া সাম্যাবস্থা বিরাজ করা
১১. একমুখী বিক্রিয়ার ক্ষেত্র কোনটি সত্য নয়?
ক. বিক্রিয়া সম্মুখ ও পশ্চাৎ দিকে সংঘটিত হয়
খ. সব বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়
গ. খোলা পাত্রে সংঘটিত হতে হবে
ঘ. উৎপাদ অধঃক্ষিপ্ত হতে হবে
১২. একমুখী বিক্রিয়ার মুক্ত শক্তির কীরূপ পরিবর্তন ঘটে?
ক. হ্রাস ঘটে খ. বৃদ্ধি ঘটে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. শূন্য হয়
১৩. কোনটি বাফার দ্রবণ?
ক. রক্ত খ. মধু
গ. দুধ ঘ. স্যালাইন দ্রবণ
১৪. যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসঙ্গে সম্মুখ দিক ও পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয়, তবে সে বিক্রিয়া কী ধরনের?
ক. একমুখী বিক্রিয়া
খ. উভমুখী বিক্রিয়া
গ. বিপরীতমুখী বিক্রিয়া
ঘ. সাম্য বিক্রিয়া
১৫. উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. অসম্পূর্ণ বিক্রিয়া
খ. উৎপাদ অধঃক্ষিপ্ত হয়
গ. সম্মুখ ও পশ্চাতে একই সঙ্গে সংঘটিত হয় ঘ. বদ্ধপাত্রে বিক্রিয়া ঘটাতে হবে
১৬. আর্দ্র কপার সালফেটের তাপীয় বিয়োজন—
i. একমুখী বিক্রিয়া ii. উভমুখী বিক্রিয়া
iii. অসম্পূর্ণ বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক. বিক্রিয়ার সমাপ্তি খ. বিক্রিয়ার একমুখিতা
গ. প্রভাবকের প্রয়োজনীয়তা ঘ. সাম্যের স্থিতিশীলতা
১৮. কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়?
ক. সাম্যের স্থায়িত্ব খ. উভয় দিক থেকে সুগম্যতা
গ. বিক্রিয়ার হার ঘ. বিক্রিয়ার অসম্পূর্ণতা
১৯. সাম্যাবস্থার গতিশীলতা কী?
ক. বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর বিয়োজন ও গঠন প্রক্রিয়া চলতে থাকে—
খ. সাম্যাবস্থায় উপনীত হলে উভয় দিকের বিক্রিয়া থেমে যায়
গ. উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, সম্মুখ বা বিপরীত, দুটি বিক্রিয়াই সম্পূর্ণতা অর্জন করে
ঘ. উষ্ণতা, চাপ বা পদার্থের ঘনযাত্রা পরিবর্তন করলে রাসায়নিক সাম্য অপরিবর্তিত থাকে—
২০. রাসায়নিক সাম্যাবস্থার ওপর প্রভাব নেই?
ক. তাপের খ. চাপের
গ. ঘনমাত্রার ঘ. প্রভাবকের
২১. কিসের পরিবর্তনের ফলে সাম্য ধ্রুবকের মান পরিবর্তিত হয়?
ক. তাপমাত্রার খ. ঘনমাত্রার
গ. আয়তনের ঘ. প্রভাবকের
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ক
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা