পঞ্চম শ্রেণির পড়াশোনা
৪. প্রশ্ন: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য:
ক. দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি
খ. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।
৫. প্রশ্ন: বাংলার নবাবের রাজপ্রাসাদ কোনটি এবং এটি কে তৈরি করেন?
উত্তর: আহসান মঞ্জিল বাংলার নবাবের রাজপ্রাসাদ; যেটি বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত। মোগল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ এ প্রাসাদটি তৈরি করেন।
৬. প্রশ্ন: আহসান মঞ্জিল প্রাসাদটি কে বিক্রি করে দেন এবং আবার কে এটিকে ক্রয় করেন?
উত্তর: আঠারো শতকে জমিদার শেখ এনায়েতউল্লাহর পুত্র শেখ মতিউল্লাহ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রাসাদটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ১৮৩০ সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে তা ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা