তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৮১. ফেসবুক কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?

ক. ই-মেইল করা

খ. সামাজিক যোগাযোগ

গ. ই-লার্নিং

ঘ. আপডেট নিউজ

৮২. ফেসবুকের সূচনাকারী কে?

ক. মার্ক জাকারবার্গ

খ. স্টিভ জবস

গ. বিল গেটস

ঘ. অ্যাডা লাভলেস

৮৩. সামাজিক সাইট ব্যবহারে আমরা অবশ্যই—

i. লগ আউট করব

ii. খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করব

iii. বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৪. ফেসবুক ও টুইটার কী ধরনের সাইট?

ক. সামাজিক যোগাযোগ সাইট

খ. ভিডিও সাইট

গ. মিউজিক সাইট

ঘ. অ্যাপ্লিকেশন সাইট

৮৫. কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?

ক. Twitter খ. Yahoo

গ. Google ঘ. Amazon

৮৬. টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি?

ক. www.twitter.net

খ. www.twitter.org

গ. www.twittter.gov

ঘ. www.twitter.com

৮৭. মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয় কোনটিকে?

ক. ফেসবুক খ. লিংকড ইন

গ. টুইটার ঘ. পিনটারেস্ট

৮৮. টুইটার ব্যবহারকারী ব্যক্তিকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?

ক. ৪০ অক্ষর খ. ১৪০ অক্ষর

গ. ২৪০ অক্ষর ঘ. ২৮০ অক্ষর

৮৯. টুইটারের বার্তাকে কী বলা হয়?

ক. টুইঙ্কেল খ. টুইটিং

গ. টুইট ঘ. টুইটাং

৯০. টুইটারে কোনো সদস্যকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কী বলা হয়?

ক. Follower খ. Follow

গ. Following ঘ. Customer

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮১.খ ৮২.ক ৮৩.খ ৮৪.ক ৮৫.ক ৮৬.ঘ ৮৭.গ ৮৮.খ ৮৯.গ ৯০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা