অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ - বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৬১. কাজের ধরনের ভিত্তিতে কম্পিউটার ভাইরাস কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার

৬২. অনিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—

i. ফাইলে সংক্রমণ করে

ii. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে

iii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. নিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—

i. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে

ii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়

iii. যখন কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সংক্রমণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়াকে কী বলে?

ক. নিউ সফটওয়্যার খ. ডেটা সফটওয়্যার

গ. অ্যান্টিভাইরাস ঘ. কম্পিউটার ভাইরাস

৬৫. বেশির ভাগ ভাইরাস কার্যকরী ফাইলকে কী করে?

ক. সংক্রমিত করে

খ. মান বজায় রাখে

গ. সঠিকভাবে সাজিয়ে রাখে

ঘ. দীর্ঘস্থায়ী করে

৬৬. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?

ক. নরটন খ. নটন

গ. লটকন ঘ. মালটা

৬৭. কম্পিউটারের ক্ষেত্রে প্যান্ডা কী?

ক. প্রাণী খ. অ্যান্টিভাইরাস

গ. ভাইরাস ঘ. সফটওয়্যার

৬৮. অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয়—

i. অ্যাভাস্ট, প্যান্ডা

ii. নরটন, ক্যাসপারেস্কি

iii. মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করতে পারে—

i. অ্যান্টিভাইরাস

ii. ফায়ারওয়াল

iii. অ্যান্টিম্যালওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. ওয়েবসাইটে দেওয়া কোনো ব্যক্তির পরিচয়কে কী বলে?

ক. অনলাইন পরিচয় খ. মোবাইল পরিচয়

গ. ব্যক্তিপরিচয় ঘ. ওয়েব পরিচয়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.ক ৬২.খ ৬৩.খ ৬৪.গ ৬৫.ক ৬৬.ক ৬৭.খ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা