পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. বাচ্য বলতে কী বোঝায়?
ক. বাক্যের অর্থ
খ. বাক্যের প্রকাশভঙ্গি
গ. বাক্যের ভাব
ঘ. বাক্যের প্রয়োগ
২. বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়?
ক. যোজকের খ. অনুসর্গের
গ. আবেগের ঘ. ক্রিয়ার
৩. ‘ফ্যানটা অনেক জোরে ঘোরে।’–ক্রিয়া কোনটিকে অনুসরণ করে?
ক. কর্তাবাচ্য খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য ঘ. কর্ম কর্তাবাচ্য
৪. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলে?
ক. কর্তাবাচ্য খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য ঘ. অণুবাচ্য
৫. কোন ধরনের বাচ্য পরিবর্তনে কর্তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হয়?
ক. কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য
খ. কর্মবাচ্য থেকে ভাববাচ্য
গ. ভাববাচ্য থেকে কর্তাবাচ্য
ঘ. অণুবাচ্য থেকে ভাববাচ্য
৬. ‘ঝরনা ছবি আঁকে।’—বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্ম কর্তাবাচ্য খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য ঘ. কর্তাবাচ্য
৭. ‘আমি আগামীকাল বাড়ি ফিরব।’—এ বাক্যের ক্রিয়া কিসের অনুসারী?
ক. কর্তার খ. কর্মের
গ. ক্রিয়ার ঘ. সর্বনামের
৮. ‘আমার যাওয়া হলো না’—বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তাবাচ্যের খ. ভাববাচ্যের
গ. কর্ম কর্তাবাচ্যের ঘ. কর্মবাচ্যের
৯. ‘কোথা থেকে আসা হলো।’—বাক্যটি কী?
ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য
গ. কর্তাবাচ্য ঘ. কর্ম কর্তাবাচ্য
১০. ‘পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।’—এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তাবাচ্য খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য ঘ. সবগুলোই
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৬: ১.খ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ক ৬.ঘ ৭.ক ৮.খ ৯.খ ১০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা