বাষ্পীভবন, বেঙ্গুয়েলা স্রোত, কোরিওলিস শক্তি, অ্যালবাট্রস মালভূমি

বাষ্পীভবন (Vaporization)

তরল পদার্থ থেকে আণবিক পরিবর্তনের ফলে গ্যাস উত্পত্তির ভৌত প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। বাষ্পীভবন হলো পানিচক্রের প্রধান প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তির প্রভাবে পৃথিবীর সাগর, মহাসাগর ও অন্যান্য জলাধার হতে পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে জলীয়বাষ্প আকারে ভেসে বেড়ায় এবং ওপরে উঠতে থাকে।

বেঙ্গুয়েলা স্রোত (Benguela Current)

আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতটি বেঙ্গুয়েলা স্রোত নামে পরিচিত। এটি একটি শীতল স্রোত। শীতল অ্যান্টার্কটিক স্রোত থেকে উত্পন্ন হয়ে মকরক্রান্তি অতিক্রম করার পর নিরক্ষরেখার দিকে অগ্রসর হওয়ার সময় এটি ধীরে ধীরে উষ্ণ স্রোতে পরিণত হয়।

কোরিওলিস শক্তি (Corioli's Force)

ফেরেলের সূত্র অনুযায়ী ভূগোলকের ঘূর্ণনজনিত বিক্ষেপ সর্বাধিক অনুভূত হয় বায়ুপ্রবাহের গতিপথে। এ বিক্ষেপের শক্তিকে কোরিওলিস শক্তি বলে। কোরিওলিস শক্তির মাধ্যমে উদ্ভূত স্রোতকে Geortrophic Current বলা হয়। সমুদ্রের পানির অনুভূমিক ও উল্লম্ব ঘনত্ব জানার মাধ্যমে সমুদ্রবিজ্ঞানীরা Geortrophic Current নির্ণয় করতে পারেন।

অ্যালবাট্রস মালভূমি (Albatross Plateau)

প্রশান্ত মহাসাগরের তলদেশের অন্যতম বৈশিষ্ট্য ও বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ হচ্ছে মালভূমি। এ মালভূমিগুলোর মধ্যে বিখ্যাত হলো অ্যালবাট্রস মালভূমি। এটি ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণ প্রান্ত থেকে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর পর্যন্ত বিস্তৃত।