পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. বসন্তকে কবির উপেক্ষার কারণ—
i. প্রবাসে বসবাস
ii. ব্যক্তিজীবনের বেদনা
iii. স্বামীর অকাল প্রয়াণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় আচ্ছন্ন হয়ে আছে—
i. প্রকৃতির সৌন্দর্য
ii. বিষাদময় রিক্ততার সুর
iii. স্মৃতিকাতরতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শীতের পর আসে বসন্ত ঋতু। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় বাগান। আম্র মুকুলের মৌ-মৌ গন্ধে ভরে ওঠে চারদিক। এ ঋতুতে বিরহীদের মন প্রিয়জনদের সান্নিধ্য খোঁজে। কেননা, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
১৩. উদ্দীপকের আবহের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য পাওয়া যায়?
ক. সেই অস্ত্র
খ. ঐকতান
গ. তাহারেই পড়ে মনে
ঘ. সাম্যবাদী
১৪. উদ্দীপক ও আলোচ্য কবিতার মাধ্যমে প্রমাণিত হয়—
i. মানব মন ও প্রকৃতির সম্পর্ক
ii. মানব মনের ওপর প্রকৃতির প্রভাব
iii. প্রকৃতির ওপর মানব মনের প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও ii
১৫. ‘দখিনা দুয়ার’ শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন?
ক. দক্ষিণ পথ
খ. দক্ষিণ দরজা
গ. বসন্তের দখিনা বাতাস
ঘ. বসন্তের বাতাবি লেবু ফুলের ঘ্রাণ
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাহিদা বেগম প্রিয়জনের মৃত্যুতে শোকাচ্ছন্ন। প্রকৃতির কোনো সৌন্দর্য আর তাকে আকৃষ্ট করে না। শরতের যে কাশফুল দেখে একসময় তার মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠত, সেই কাশফুল এখন তার কাছে শুভ্র কাফনের মতো।
১৬. উদ্দীপকের নাহিদা বেগম ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কার প্রতিনিধিত্ব করছে?
ক. কবির খ. কবি–ভক্তের
গ. কবির পুত্রবধূর ঘ. কবি–কন্যার
১৭. নাহিদা বেগমের শোকাচ্ছন্ন থাকার মাধ্যমে প্রকাশ পায়—
i. কবির প্রিয়জন হারানোর বেদনা
ii. প্রকৃতির প্রতি কবির উদাসীনতা
iii. কবির প্রতি ভক্তের আহ্বান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii
গ. i ও ii ঘ. ii ও iii
১৮. কবির নিকট বসন্তের আগমন অর্থহীন কেন?
ক. বসন্ত কবিকে ভাবাতে পারেনি
খ. কবি বসন্ত সম্পর্কে অজ্ঞাত
গ. বসন্তের আবেদন গুরুত্বহীন
ঘ. প্রিয়জন কবির কাছে নেই বলে
১৯. ‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।’—তাহারে বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. কবির বন্ধুকে
খ. কবির স্বামীকে
গ. কবির নিকটাত্মীয়কে
ঘ. বসন্ত ঋতুকে
২০. ‘এখনো দেখনি তুমি’—এ চরণ দ্বারা কবির কোন ভাবনাকে নির্দেশ করে?
ক. কবির একাগ্রতা
খ. কবির উদাসীনতা
গ. কবির শোকাচ্ছন্নতা
ঘ. কবির একাকিত্ব
সঠিক উত্তর
তাহারেই পড়ে মনে: ১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা