নবম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

১১. ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে UNDP–এর মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিল কতটি?

ক. ৮টি খ. ১০টি

গ. ১২টি ঘ. ১৬টি

১২. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?

ক. নেদারল্যান্ডসের হেগ শহরে

খ. আমেরিকার ওয়াশিংটন ডিসিতে

গ. ফ্রান্সের প্যারিস শহরে

ঘ. জাপানের নাগাসাকিতে

১৩. জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক. FAO খ. OIC

গ. UNFP ঘ. UNICEF

১৪. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

ক. বেইজিংয়ে খ. ওসাকায়

গ. মেক্সিকোতে ঘ. মস্কোতে

১৫. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে?

ক. ৮ মার্চ খ. ৮ এপ্রিল

গ. ১৬ মে ঘ. ২৬ জুন

১৬. বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে নিচের কোন দেশটিতে?

ক. কেনিয়ায় খ. সিয়েরা লিওনে

গ. লন্ডনে ঘ. সিরিয়ায়

১৭. নিচের কোন দেশটির ভেটো প্রদানের ক্ষমতা নেই?

ক. চীন খ. জাপান

গ. রাশিয়া ঘ. ফ্রান্স

১৮. কোন বছরকে ‘নারী বছর’ ঘোষণা করা হয়?

ক. ১৯৭২ খ. ১৯৭৩

গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫

১৯. জাতিসংঘের কত জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন?

ক. ২ জন খ. ৪ জন

গ. ৬ জন ঘ. ৭ জন

২০. বাংলাদেশ কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়?

ক. ১৯৭৭-৭৮ সালে খ. ১৯৭৯-৮০ সালে

গ. ১৯৮২-৮৩ সালে ঘ. ১৯৮৫-৮৬ সালে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা