পর্ব-৭৮

সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭৮) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 

উত্তর: ১৯১১ সালে

প্রশ্ন: শিল্পবিপ্লব শুরু হয় প্রথম কোন দেশে?

উত্তর: যুক্তরাজ্যে

প্রশ্ন: বর্তমান বিশ্বে কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি? 

উত্তর: কুয়েতি দিনার

প্রশ্ন: ‘একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা?

উত্তর: মুক্তিযুদ্ধের পত্র সংকলন

প্রশ্ন: ‘অ্যাশেজ’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর: ক্রিকেট 

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? 

উত্তর: ২,৬২১ মার্কিন ডলার 

প্রশ্ন: বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত? 

উত্তর: ৭১.৯৭ বছর

প্রশ্ন: সার্কভুক্ত দেশে সাক্ষরতার হার শীর্ষ দেশ কোনটি? 

উত্তর: মালদ্বীপ 

প্রশ্ন: ‘অটিজম’ কোন জাতীয় সমস্যা?

উত্তর: মস্তিষ্কে বিকাশজনিত সমস্যা 

প্রশ্ন: সুরসম্রাট বলা হয় কাকে? 

উত্তর: ওস্তাদ আলাউদ্দীন খাঁ

প্রশ্ন: বাংলা একাডেমির সাবেক নাম কী?

উত্তর: বর্ধমান হাউস

প্রশ্ন: কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 

উত্তর: ইরাক

প্রশ্ন: WTOএর বর্তমান সদস্যদেশ কয়টি? 

উত্তর: ১৬৪টি

প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের?

উত্তর: তাম্র যুগের 

প্রশ্ন: বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গকিলোমিটার?

উত্তর: ৬,০১৭ বর্গকিলোমিটার

প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: আগারগাঁও, ঢাকা

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ–উপগ্রহ কেন্দ্র কোন সালে স্থাপিত হয়? 

উত্তর: ১৯৭৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশ কখন ওআইসির সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালে

প্রশ্ন: ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে মোট কয়টি দল খেলবে? 

উত্তর: ১৪টি

প্রশ্ন: কোন সভ্যতা সবচেয়ে প্রাচীন?

উত্তর: মেসোপটেমীয়

প্রশ্ন: পদ্মা সেতু কোন দুটি জেলা সংযুক্ত করেছে? 

উত্তর: মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলা

প্রশ্ন: বাংলাদেশের কোন শিল্পীকে ‘শিল্পাচার্য’ নামে অভিহিত করা হয়?

উত্তর: শিল্পী জয়নুল আবেদিনকে

প্রশ্ন: ‘উঁকি’ ছবি কোন শিল্পী এঁকেছেন?

উত্তর: কামরুল হাসান

প্রশ্ন: মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার জেলায়

প্রশ্ন: ‘দ্য লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?

উত্তর: ফ্রান্স

প্রশ্ন: ‘গোয়ের্নিকা’ ছবিটি কার আঁকা?

উত্তর: শিল্পী পাবলো পিকাসোর আঁকা

প্রশ্ন: ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? 

উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত? 

উত্তর: নাটোর জেলায়

প্রশ্ন: হোমারের মহাকাব্যের নাম কী?

উত্তর: ইলিয়াড

প্রশ্ন: ওমর খৈয়াম কোন ভাষার কবি ছিলেন? 

উত্তর: ফার্সি ভাষার 

প্রশ্ন: বাংলাদেশের কোন শিল্পীর নামের আগে ‘পটুয়া’ বিশেষণটি ব্যবহার করা হয়?

উত্তর: কামরুল হাসান

প্রশ্ন: ‘বনলতা সেন’ নামটির সঙ্গে বাংলাদেশের কোন জেলার নাম জড়িত?

উত্তর: নাটোর

প্রশ্ন: দুর্ভিক্ষের ছবি এঁকে কে বিখ্যাত হয়েছিলেন?

উত্তর: জয়নুল আবেদিন

প্রশ্ন: ‘মাটির ময়না’ চলচ্চিত্রটির নির্মাতা কে? 

উত্তর: তারেক মাসুদ

প্রশ্ন: ওয়ার্ল্ড র৵াঙ্কিংয়ের এক দিনের ক্রিকেটে শীর্ষ স্থানে বাংলাদেশের কোন ক্রিকেটার?

উত্তর: সাকিব আল হাসান

প্রশ্ন: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর: হাসান অজিজুল হক

প্রশ্ন: ‘গারো’ আদিবাসীরা মূলত কোন অঞ্চলে বসবাস করেন?

উত্তর: ময়মনসিংহ অঞ্চলে

প্রশ্ন: ঢাকা শহরের প্রধান মোগল স্থাপত্য কোনটি?

উত্তর: লালবাগ কেল্লা।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী