[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩,পর্ব-৪, পর্ব-৫,পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮ ও পর্ব-৯) ধারবাহিকতায় আমরা আজকে লালসালু উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব]
বাংলা সহপাঠের অন্তর্ভুক্ত সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত লালসালু উপন্যাস থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।
১. লালসালু উপন্যাসে সেদ্ধ ধানে ভাপকে ঔপন্যাসিক কিসের সঙ্গে তুলনা করেছেন?
A. সাপের শিস
B. কালো ধোঁয়া
C. আগুনের শিখা
D. আলোকিত উঠান
২. ‘পাথর এবার হঠাৎ নড়ে’। লালসালু উপন্যাসে এ চরণে উল্লেখিত ‘পাথর’ কী?
A. মজিদ
B. মাজার
C. সমাজ
D. খালেক
৩. ‘কলমা জানো মিঞা?’ ভণ্ড পীর মজিদ কাকে এ প্রশ্ন করেছিল?
A. দুদু মিঞাকে
B. চুনুর বাপকে
C. খালেক ব্যাপারীকে
D. তাহের ও কাদেরকে
৪. লালসালু উপন্যাসে রহিমার পেটে কত প্যাঁচ বেড়ি রয়েছে?
A. পাঁচ
B. এগারো
C. সাত
D. চৌদ্দ
৫. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক নয়?
A. তরঙ্গভঙ্গ
B. বহিপীর
C. উজানে মৃত্যু
D. চাঁদের অমাবস্যা
৬. লালসালু উপন্যাসের শেষ বাক্য কোনটি?
A. দুনিয়াটা বড় বিচিত্র জায়গা
B. নাফরমানি করিও না
C. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ
D. সে যেন খাঁচায় ধরা পড়েছে
৭. মজিদকে প্রথমবার দেখে জমিলা কী ভেবেছিল?
A. বর
B. ঘটক
C. শ্বশুর
D. মৌলভি
৮. সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মস্থান কোথায়?
A. প্যারিস
B. নোয়াখালী
C. লন্ডন
D. চট্টগ্রাম
৯. সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
A.১৯৪৬
B. ১৯৪৮
C. ১৯৪৯
D. ১৯৪৭
১০. ‘ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মড়ক লাগুক ঘরে?’ উক্তিটি কার?
A. খালেক ব্যাপারী
B. মজিদ
C. রহিমা
D. জমিলা
১১. লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম কী?
A. The Tree without Roots
B. The Rootless Tree
C. The Tree without Root
D. Tree without Roots
১২. ‘ধান দিয়া কী হইবে, মানুষের জান যদি না থাকে?’ এই উক্তিতে রহিমা চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
A. আনুগত্য
B. মাতৃত্ব
C. বাত্সল্য
D. ঔদ্ধত্য
১৩. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা কিসের সঙ্গে তুল্য হয়েছে?
A. সূর্য
B. ইস্পাত
C. ধ্রুবতারা
D. হীরকখণ্ড
১৪.‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’ বলতে কী বোঝানো হয়েছে?
A. ধর্মীয় গোঁড়ামি বেশি
B. ধর্মীয় অনুশাসন কম
C. ধর্মের প্রভাব কম
D. ধর্মীয় অনুশাসন বেশি
১৫. মজিদ বুড়াকে মাজারে কয় পয়সার সিন্নি দিতে বলেছে?
A. পাঁচ পয়সার
B. দশ পয়সার
C. বারো পয়সার
D. কুড়ি পয়সার
১৬. ‘মোদাচ্ছের’ কথাটির অর্থ কী?
A. নাম না জানা
B. সাহসী
C. দয়াবান
D. একনিষ্ঠ
১৭. মজিদ কোন সড়ক দিয়ে আওয়ালপুর থেকে ফিরে আসে?
A. করিমগঞ্জ সড়ক
B. মহব্বত নগর সড়ক
C. মতিগঞ্জ সড়ক
D. আওয়ালপুর সড়ক
১৮. রহিমা কাকে সন্তান হিসেবে পালক নিতে চায়?
A. হাসুনিকে
B. সখিনাকে
C. আমেনাকে
D. ফাতেমাকে
১৯. লালসালু উপন্যাসে কে সূর্যের গতি থামিয়ে রাখতে পারে?
A. মজিদ
B. মোদাচ্ছের পীর
C. আওয়ালপুরের পীর
D. মোদাব্বের মিয়া
২০. লালসালু উপন্যাসে বিদ্রোহী চরিত্রে কার আবির্ভাব ঘটে?
A. রহিমার
B. আমেনার
C. জামিলার
D. হাসুনির মায়ের
আগামী পর্বে থাকবে সিরাজ উদ দৌলা (নাটক)
সঠিক উত্তর
1| A. সাপের শিস 2| A. মজিদ 3| A. দুদু মিঞাকে 4| D. চৌদ্দ 5| D.১৯৯৫6| C. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ 7| C. শ্বশুর 8| D. চট্টগ্রাম 9| B.১৯৪৮ 10| B. মজিদ 11| D. Tree without Roots 12| C. বাত্সল্য 13| C. ধ্রম্নবতারা 14| A. ধর্মীয় গোঁড়ামি বেশি 15| A. পাঁচ পয়সার 16| A. নাম না জানা 17| C. মতিগঞ্জ সড়ক 18 | A. হাসুনিকে 19| C. আওয়ালপুরের পীর 20| C. জামিলা
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা