১. প্রশ্ন: ‘বোবা জল’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘বোবা জল’ বলতে ‘পরিশ্রুত জল’কে বোঝায়। ইংরেজিতে এই জলকে বলা হয় ‘ডিস্টিল ওয়াটার’। এই জল বিশেষ কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়। বোবা জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা। এই জলে কোনো স্বাদ নেই।
২. প্রশ্ন: ‘জলাতঙ্ক’ কাকে বলে?
উত্তর: যে রোগ হলে রোগী প্রচণ্ড পিপাসা পেলেও জল পান করতে পারে না, জল পান করতে গেলে গলায় খিঁচ ধরে যায়। রোগী তাই ভয়ে জল পান করতে চায় না। জলকে ভয় পাওয়া এ ধরনের রোগকে ‘জলাতঙ্ক’ বলে।
৩. প্রশ্ন: জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কী হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল।
ভর দুপুরে দীর্ঘ পথ চলার পর পথিকের ভীষণ তৃষ্ণা পেল। পথিক তাই বিভিন্নভাবে নানাজনের কাছে জল চাইতে লাগল। কিন্তু কেউ তার কথা বুঝতে চাইল না। পিপাসা আর ক্লান্তিতে তাই পথিক দিশেহারা হয়ে পড়ল।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা