নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | কাকতাড়ুয়া : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

কাকতাড়ুয়া

৩১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ কে?

ক. বুধা খ. আলি

গ. শাহাবুদ্দিন ঘ. মিঠু

৩২. শাহাবুদ্দিন কখন বুধার ছবি আঁকবে?

ক. বুধা মারা গেলে

খ. বুধা অসুস্থ হলে

গ. দেশ স্বাধীন হলে

ঘ. অবসর পেলে

৩৩. ‘সানকি’ কী?

ক. বাটি

খ. থালা

গ. ফুল

ঘ. মাটির তৈরি খাবার পাত্র

৩৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে শত্রুর গতি কে রুখে দিচ্ছে?

ক. কাকতাড়ুয়া খ. শকুন

গ. আলি ঘ. শাহাবুদ্দিন

৩৫. ‘ইস কত বাহাদুর যেন বীর! লড়াই করবে? সেদিনের ছোড়া, ঢঙ কত?’— উক্তিটি কার?

ক. কুন্তির খ. ফুলকলির

গ. বিনুর ঘ. রানির

৩৬. উপন্যাসের প্রধান উপাদান কী?

ক. নায়ক–নায়িকা খ. কাহিনি

গ. অভিনয় ঘ. চরিত্র চিত্রণ

৩৭. উপন্যাসের দ্বিতীয় উপাদান কী?

ক. দৃশ্য খ. ভাষা

গ. কাহিনি ঘ. চরিত্র

৩৮. ‘গণদেবতা’ কী ধরনের রচনা?

ক. উপন্যাস খ. নাটক

গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প

৩৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

ক. লালসালু খ. জলাঙ্গী

গ. সংশপ্তক ঘ. চিলে কোঠার সেপাই

৪০. কাকতাড়ুয়া উপন্যাসটির বিষয়বস্তু কী?

ক. ভাষা আন্দোলন খ. মুক্তিযুদ্ধ

গ. দুর্ভিক্ষ ঘ. দাঙ্গা

সঠিক উত্তর

কাকতাড়ুয়া: ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.খ ৪০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা