[পূর্ববর্তী লেখার পর]
১৩.গ্যাস ব্যাপনের হার নির্ভর করে—
i. ঘনত্বের উপর
ii. তাপমাত্রার ওপর
iii. মোলার ভরের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কোনটিকে পরমশূন্য তাপমাত্রা বলে?
ক. -273°C খ. +273°C
গ. -293°C ঘ. +373°C
১৫. WHO –এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত ppm?
ক. 0.05 ppm খ. 0.01 ppm
গ. 0.005 ppm ঘ. 0.001 ppm
১৬. কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয়?
ক. Cb খ. Pb
গ. Cr ঘ. As
১৭. সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি?
ক. HCl খ. H2SO4
গ. H3PO4 ঘ. HNO4
১৮. অম্ল নীল লিটমাসকে কী করে?
ক. লাল খ. সবুজ
গ. নীল ঘ. সাদা
১৯. ক্ষারক লাল লিটমাসকে কী করে?
ক. লাল খ. সবুজ
গ. নীল ঘ. কালো
২০. বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে—
i. কার্বন নিঃসরণ কমাতে হবে
ii. বেশি বেশি বনায়ন করতে হবে
iii. পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. তাপমাত্রা স্থির থাকে—
i. বয়েলের সূত্রে
ii. চার্লসের সূত্রে
iii. অ্যাভোগেড্রোর সূত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. স্বাভাবিক বৃষ্টির পানিতে কী থাকে?
ক. অ্যাসিড খ. কার্বনিক অ্যাসিড
গ. ক্লোরিন ঘ. সোডা
২৩. তাপমাত্রার সঙ্গে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে?
ক. চার্লসের সূত্রে
খ. বয়েলের সূত্রে
গ. অ্যাভোগ্রেড্রোর সূত্রে
ঘ. গ্রাহামের সূত্রে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.খ ২২.খ ২৩.ক
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]