দশম শ্রেণির পড়াশোনা
১. ‘শরিয়ত’ অর্থ কী?
ক. জীবনপদ্ধতি খ. কার্যনীতি
গ. কর্মসূচি ঘ. কর্মপন্থা
২. ইসলামি পরিভাষায় ‘শরিয়ত’ কী?
ক. আত্মশুদ্ধি খ. ইসলামি কার্যনীতি
গ. ইসলামি জ্ঞান অর্জন ঘ. প্রচলিত কার্যনীতি
৩. জীবনপদ্ধতি, আইনকানুন, বিধিবিধান অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি?
ক. শরিয়ত খ. মারেফত
গ. ইসলাম ঘ. তাসাউফ
৪. ইসলামি ‘জীবনপদ্ধতি’কে কী বলা হয়?
ক. ইজমা খ. কিয়াস
গ. শরিয়ত ঘ. রিসালাত
৫. ইসলামি শরিয়ত অপরিহার্য কেন?
ক. জ্ঞানী হওয়ার জন্য খ. সুষ্ঠুভাবে জীবন পরিচালনার জন্য
গ. নেতৃত্ব লাভের জন্য ঘ. সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার জন্য
৬. শরিয়তের প্রথম উত্স কয়টি?
ক. কিয়াস খ. ইজমা
গ. হাদিস ঘ. কোরআন
৭. জীবনের সব সমস্যার সমাধান দেয় বলে আল–কোরআনকে কী বলা হয়?
ক. সর্বজনীন খ. সন্দেহমুক্ত
গ. দিকনির্দেশক ঘ. সর্বশেষ কিতাব
৮. আল–কোরআন হেফাজতের দায়িত্ব কার?
ক. হাফিজে কোরআনের খ. আল্লাহ তায়ালার
গ. মহানবি (সা.)-এর ঘ. ফেরেশতাদের
৯. আল–কোরআন কার ওপর নাজিল করা হয়েছে?
ক. হজরত ঈসা (আ.)-এর খ. হজরত মুহাম্মদ (সা.)-এর
গ. হজরত মুসা (আ.)-এর ঘ. হজরত জিব্রাইল (আ.)-এর
১০. কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন?
ক. ওহুদ খ. ইয়ামামা
গ. খায়বার ঘ. তাবুক
১১. কোন যুদ্ধকে কেন্দ্র করে হজরত আবু বকর (রা.) প্রথম আল–কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?
ক. ইয়ামামা খ. তাবুক
গ. বদর ঘ. খন্দক
১২. খুলাফায়ে রাশেদিনের কয়জন খলিফা ওহি লেখক ছিলেন?
ক. ১ জন খ. ২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
১৩. আল–কোরআনের প্রতিটি খণ্ডকে কী বলা হয়?
ক. আয়াত খ. রুকু
গ. সুরা ঘ. পারা
১৪. মক্কি সুরার সংখ্যা কয়টি?
ক. ৮৩টি খ. ৮৬টি
গ. ৮৭টি ঘ. ৮৮টি
১৫. মক্কি সুরার বৈশিষ্ট্য কোনটি?
ক. শরিয়তের সাধারণ নিয়মকানুনের বর্ণনা
খ. পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ
গ. ইবাদতের রীতিপদ্ধতির আলোচনা
ঘ. পূর্ববর্তী কিতাবসমূহের বিকৃতির বর্ণনা
১৬. মাদানি সুরার সংখ্যা কয়টি?
ক. ২৫টি খ. ২৬টি
গ. ২৭টি ঘ. ২৮টি
১৭. মাদানি সুরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত কী হয়েছে?
ক. তাওহিদ ও রিসালাত খ. আখিরাত ও কিয়ামত
গ. শিরক ও কুফর ঘ. হালাল ও হারাম
১৮. তাজবিদসহ আল–কোরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সুরায়?
ক. সুরা মায়িদাহ খ. সুরা মুয্্যাম্মিল
গ. সুরা বাকারাহ ঘ. সুরা আরাফ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা