তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৯১. Stastica–এর সাইটে ২০১৮ সালে জুলাই–সেপ্টেম্বর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

ক. ২.৭ বিলিয়ন খ. ২.৯ বিলিয়ন

গ. ৩.১ বিলিয়ন ঘ. ৩.৭ বিলিয়ন

৯২. ‘ই-লার্নিং’–এর পূর্ণরূপ কী?

ক. ইলেকট্রনিকস লার্নিং

খ. ইলেকট্রিক লার্নিং

গ. ইলেকট্রনিক লার্নিং

ঘ. ইলেকট্রিসিটি লার্নিং

৯৩. e-Learning কী?

ক. মাল্টিমিডিয়ার ব্যবহার

খ. Distance learning

গ. অনলাইনের মাধ্যমে পাঠদান

ঘ. ওপরের সব কটি

৯৪. ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কী বলে?

ক. ডিস্ট্যান্স লার্নিং

খ. ই-লার্নিং

গ. রিমোট লার্নিং

ঘ. ডিজিটাল লার্নিং

৯৫. নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?

ক. ই-লার্নিং খ. ই-পর্চা

গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-বুক

৯৬. বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছেন?

ক. মাল্টিমিডিয়ার সাহায্যে

খ. প্রজেক্টর দিয়ে

গ. কম্পিউটার দিয়ে

ঘ. বইয়ের সাহায্যে

৯৭. বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?

ক. এনসাইক্লোপিডিয়ার সাহায্যে

খ. ই-লার্নিং এর সাহায্যে

গ. বইয়ের সাহায্যে

ঘ. ওয়েবসাইটের সাহায্যে

৯৮. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?

ক. অনলাইনে খ. ওয়েব পোর্টালে

গ. নেটওয়ার্কে ঘ. বইয়ে

৯৯. শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. স্কাইপিতে

খ. ই-বুক প্রক্রিয়ায়

গ. ই-লার্নিং প্রক্রিয়ায়

ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে

১০০. সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিচ্ছে?

ক. ডিজিটাল লার্নিং

খ. ই-লার্নিং

গ. ই-গভর্ন্যান্স

ঘ. ই-সার্ভিস

সঠিক উত্তর

অধ্যায় ১: ৯১.ক ৯২.গ ৯৩.ঘ ৯৪.খ ৯৫.ক ৯৬.ক ৯৭.খ ৯৮.ক ৯৯.ঘ ১০০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা