১০. নিয়ন্ত্রণ কাজটি প্রধানত কোন স্তরের কাজ?
ক. মধ্যম খ. নিম্ন
গ. উচ্চ ঘ. মাঠপর্যায়
১১. ‘The Art of War’ গ্রন্থটি রচনা করেন কে?
ক. সান-জু খ. রবার্ট ওয়েন
গ. প্লেটো ঘ. সক্রেটিস
১২. ‘প্রেষণার চাহিদা সোপান তত্ত্ব ’—কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম হার্জবার্গ
খ. এলটন মেয়ো
গ. হেনরি লরেন্স গ্যান্ট
ঘ. আব্রাহাম মাসলো
১৩. দুতরফা হিসাবসংরক্ষণ পদ্ধতি প্রবর্তন করেন কে?
ক. নিকোলো ম্যাকিয়াভেলি
খ. লুকা প্যাসিওলি
গ. জেমস স্টুয়ার্ট
ঘ. স্যার থমাস মুর
১৪. ইমাম গাজ্জালী নিচের কোন গ্রন্থটি রচনা করেন?
ক. ইউটোপিয়া
খ. নসিহাত আল মূলক
গ. মনোবিজ্ঞান ও শিল্প দক্ষতা
ঘ. ওয়েলস অব নেশনস
১৫. ‘দি ওয়েলথ অব নেশনস’ নামক গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?
ক. ১৭৭৫ সালে খ. ১৭৭৬ সালে
গ. ১৭৭৯ সালে ঘ. ১৭৮০ সালে
১৬. উৎপাদন শিডিউল নিয়ন্ত্রণের ক্ষেত্রে কে ‘কন্ট্রোল চার্ট’ প্রবর্তন করেন?
ক. মেরি পার্কার ফলেট
খ. লিলিয়ান মুলার
গ. হেনরি লরেন্স গ্যান্ট
ঘ. হুগু মুনস্টার বার্গ
১৭. ‘ব্যবস্থাপনা প্রকৌশল’–এর জনক বলা হয় কাকে?
ক. ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ
খ. ম্যাথেউ বোল্টন
গ. অলিভার শেলডন
ঘ. চেস্টার আই বার্নার্ড
১৮. হেনরি ফেয়লের বিখ্যাত গ্রন্থ ‘Administration Industrials at Generale’—কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯১২ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯২৫ সালে ঘ. ১৯৩০ সালে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা