[পূর্ববর্তী লেখার পর]
৮৮. অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো—
i. অনিশ্চয়তা
ii. মুদ্রাস্ফীতি
iii. বিনিয়োগের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৯. ব্যাংকে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
ক. দৈনিক খ. সাপ্তাহিক
গ. মাসিক ঘ. বার্ষিক
৯০. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৬টি ঘ. ৮টি
৯১. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে?
ক. যখন বছর (n) = ১ হবে
খ. যখন সুদের হার (i) = ১% হবে
গ. যখন সুদের হার (i) = ০% হবে
ঘ. যখন সুদের হার (i) = - ১% হবে
৯২. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৬
৯৩. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্য কী হবে?
ক. বাড়বে
খ. কমবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. শূন্য হবে
৯৪. নির্দিষ্ট সময় পর অর্জিত সুদ আসলের সাথে প্রাপ্ত সুদাসলের ওপর পরবর্তী সময়ের যে সুদ নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ
গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৮৮.ঘ ৮৯.গ ৯০.ক ৯১.গ ৯২.গ ৯৩.খ ৯৪.ক
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]