[পূর্ববর্তী লেখার পর]
৭৭. FV–এর পূর্ণরূপ কোনটি?
ক. Future Value
খ. First Value
গ. Future Valued
ঘ. Fund Value
৭৮. PV–এর পূর্ণরূপ কোনটি?
ক. Present Value
খ. Presenting Value
গ. Past Value
ঘ. Preserved Value
৭৯. অর্থায়নের দৃষ্টিতে কিসের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে?
ক. সম্পত্তির হ্রাস–বৃদ্ধির
খ. মূলধনের হ্রাস–বৃদ্ধির
গ. সময়ের অতিক্রমের
ঘ. সাংগঠনিক ধরন পরিবর্তনের
৮০. অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?
ক. মুনাফা খ. সুযোগ ব্যয়
গ. দায় ঘ. চলতি ব্যয়
৮১. অধিক সুদ প্রদান করা হয় কোন ক্ষেত্রে?
ক. সরল সুদ
খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে
গ. অবিরত চক্রবৃদ্ধিতে
ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে
৮২. বিধি-৭২ অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত হতে হবে?
ক. ৮% খ. ৯%
গ. ১০% ঘ. ১১%
৮৩. অর্থের সময়মূল্যের কারণ কী?
ক. বছর খ. তারল্য
গ. সুদের হার ঘ. অ্যানুইটি
৮৪. EAR এর পূর্ণরূপ কী?
ক. Effective interest
খ. Effective Annum Rate
গ. Effective Annual Rate
ঘ. Effective Annual Ratio
৮৫. বর্তমানমূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ
গ. বার্ষিকবৃত্তি ঘ. গুণকরণ
৮৬. অর্থায়ন সিদ্ধান্তগুলোর মূল কী?
ক. মূলধন ব্যয় খ. মূলধন বাজেটিং
গ. সুদের হার ঘ. অর্থের সময়মূল্য
৮৭. শুধু মূলধনের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?
ক. কিস্তি খ. সরল সুদ
গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. বার্ষিক সুদ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৭৭.ক ৭৮.ক ৭৯.গ ৮০.খ ৮১.গ ৮২.ক ৮৩.গ ৮৪.গ ৮৫.খ ৮৬.ঘ ৮৭.খ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]