জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফল ২০২৩ সেশনে উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা:
৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি ও ১–২ বছর মাস্টার্স ডিগ্রি
সিজিপিএ–২.৫০ (৪.০–এর মধ্যে) বা ২য় শ্রেণি। ৬০ ঘণ্টা ক্রেডিট
শুক্রবার ও শনিবার ক্লাস (যারা এই দিনগুলোতে ক্লাস করতে পারবেন না, তাঁদের আবেদন না করাই ভালো)
প্রোগ্রামের খরচ: প্রোগ্রামের মোট খরচের মধ্যে রয়েছে
ভর্তি ফি
সেমিনার লাইব্রেরি ফি
কম্পিউটার ল্যাব ফি
প্রতি ত্রৈমাসিকের রেজিস্ট্রেশন ফি
টিউশন ফি ও অন্যান্য ফি
প্রোগ্রামের খরচ কমপক্ষে ২ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত খরচ ছাত্রদের পূর্ববর্তী একাডেমিক অবস্থা এবং এই প্রোগ্রামে অধ্যয়নের সময়কালের উপর নির্ভর করবে। মূল্যস্ফীতি সংক্রান্ত পরিবর্তন সাথে সমন্বয় করার জন্য প্রোগ্রামের খরচ মাঝে মাঝে সামঞ্জস্য করা হয় যা ফিনান্স কমিটি (FC) এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট
লিখিত পরীক্ষার তারিখ: ১ সেপ্টেম্বর, বেলা ৩টা–৪টা
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: iba-ju.edu.bd