আবেদন: ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) এবং প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন সিলেবাস) পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের তারিখ: ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত
ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে ১৬/০৩/২০২৩ পর্যন্ত
∎ পে-স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re_scruting.aspx থেকে আবেদন ফরম পূরণ করে pay slip ডাউনলোড করে কাছের সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে।
অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন: AMERICAN EXPRESS,VISA, DBBL, NEXUS, MASTER CARD
অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।
∎ বিশেষ নির্দেশনা
আবেদন ফরম পূরণ করা, পে-স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া নির্ধারিত সময়ের আগে অথবা পরে করা যাবে না।
ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না।
ফি জমাদানের সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্র ৮০০ টাকা।
আরো জানতে ওয়েবসাইট: nu.ac.bd