পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামীকাল ৯ জুলাই মঙ্গলবার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি (ICT) পরীক্ষা উপলক্ষে আজকে অধ্যায় ৪ থেকে গুরুত্বপূর্ণ সবগুলো বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) এখানে দেওয়া হলো, যার সঙ্গে রয়েছে উত্তর। ধৈর্য্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?
ক. < a > খ. < i >
গ. < href > ঘ. < li >
২. কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়?
ক. ওয়েবসাইট খ. সার্ভার
গ. ওয়েব ফাইল ঘ. ফোল্ডার
৩. একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪. HTML–এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে?
ক. .txt খ. .net
গ. .html ঘ. .php
৫. ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি?
ক. < ul > খ. < ol >
গ. < img> ঘ. < li >
৬. ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়?
ক. র৵ামে খ. হোম পেজে
গ. হার্ডডিস্কে ঘ. সার্ভারে
৭. ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি?
ক. IP Address খ. URL
গ. HTTP ঘ. HTML
৮. ডোমেইন নাম কোনটি?
ক. ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম খ. সার্ভারের নাম
গ. ওয়েব ফাইলের নাম ঘ. ফোল্ডারের নাম
৯. একটি HTML ফাইলে—
i. শুরু ট্যাগ হিসেবে < html > থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা—
i. সব সময় সচল থাকতে হয়
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে হয়
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. নিচের কোন HTML কোডটি নতুন খালি উইন্ডোজ স্টার্ট করার জন্য অ্যাট্রিবিউট Value হিসেবে ব্যবহৃত হয়?
ক. target খ. blank
গ. new ঘ. href
১২. URL একটি ওয়েবপেজের কী?
ক. লিংক খ. অ্যাড্রেস
গ. হোম পেজ ঘ. সার্ভার
১৩. স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি?
ক. ওয়েবপেজগুলোতে কনটেন্ট অনির্দিষ্ট থাকে
খ. ব্রাউজারে দ্রুত লোড হয়
গ. ডেটাবেইস ব্যবহার করা যায়
ঘ. ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে
১৪. কোন ওয়েবসাইট কাঠামোতে যেকোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়?
ক. Hierarchical খ. Network
গ. Linear ঘ. Cambination
১৫. ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?
ক. < br > খ. < a >
গ. < Li > ঘ. < i >
১৬. < td > ট্যাগের সঙ্গে ব্যবহৃত অ্যাট্রিবিউট—
i. align ii. face
iii. colspan
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ওয়েবসাইট পাবলিশিংয়ে গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে—
i. ডোমেন নেম রেজিস্ট্রেশন করা ii. ওয়েবপেজ ডিজাইন করা
iii. ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ওয়েবপেজ প্রদর্শনে কী ব্যবহৃত হয়?
ক. ব্রাউজার খ. PHP
গ. HTML ঘ. ইন্টারপ্রেটার
১৯. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?
ক. < a > খ. < i >
গ. < href > ঘ. < li >
২০. ওয়েবপেজের অ্যাড্রেসকে কী বলে?
ক. URL খ. HTTP
গ. HTML ঘ. WWW
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ক
২১. .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
ক. সামরিক খ. সাংগঠনিক
গ. শিক্ষামূলক ঘ. ব্যবসায়িক
২২. HTML–এর উদ্ভাবক কে?
ক. টিম বার্নার্স লি
খ. স্টিভ জবস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. বিল গেটস
২৩. নিচের কোনটি ফাঁকা ট্যাগ?
ক. < th > খ. < td >
গ. < br > ঘ. < em >
২৪. নিচের কোন হেডিং ট্যাগের সাইজ
সবচেয়ে ছোট?
ক. h1 খ. h3
গ. h5 ঘ. h6
২৫. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
ক. < h6 > খ. < h5 >
গ. < h2 > ঘ. < h1 >
২৬. ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
ক. size খ. font
গ. face ঘ. name
২৭. URL–এর অংশগুলো হলো—
i. প্রটোকল নেম
ii. হোস্ট নেম
iii. ডাইরেক্টরি নেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ওয়েব ব্রাউজার হলো—
i. গুগল ক্রোম ii. সাফারি
iii. ইউটিউব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. ওয়েবপেজ কী?
ক. ওয়ার্ড ডকুমেন্ট
খ. এইচটিএমএল ডকুমেন্ট
গ. কম্পিউটার নেটওয়ার্ক
ঘ. সফটওয়্যার
৩০. http://www.yahoo.com–এর সর্বশেষ অংশটির নাম কী?
ক. প্রটোকল খ. ডোমেইন নেম
গ. ফাইল প্রকৃতি ঘ. ডোমেইন প্রকৃতি
৩১. কোনটি ওয়েব ব্রাউজার?
ক. ফায়ারফক্স
খ. মাইক্রোসফট আউটলুক
গ. ইয়াহু মেসেঞ্জার
ঘ. গুগল ড্রপবক্স
৩২. HTTP–এর পূর্ণরূপ কী?
ক. Higher Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Protocol
গ. Higher Transfer Text Protocol
ঘ. Hyper Transfer Text Protocol
৩৩. একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেট প্রয়োজন?
ক. ২টি খ. ৪টি
গ. ৮টি ঘ. ৩২টি
৩৪. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. ইন্টারনেট খ. ডোমেইন নেম
গ. ইয়াহু ঘ. গুগল
৩৫. ওয়েবসাইটের ‘হায়ারার্কিক্যাল কাঠামো’ কী?
ক. হোমপেজ–নির্ভর ওয়েবসাইট
খ. প্রতি পেজের সঙ্গে লিংক
গ. ওয়েবভিত্তিক যোগাযোগ
ঘ. দুটি পেজের মধ্যে লিংক
৩৬. ওয়েবপেজ ডিজাইন কোনটি?
ক. ওয়েব সার্ভারে তথ্য রাখা
খ. HTML ডকুমেন্ট তৈরি
গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক
ঘ. ডোমেইন রেজিস্ট্রেশন
৩৭. ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক. PYTHON খ. HTML
গ. COBOL ঘ. FORTRAN
৩৮. কোন html tag-এর ক্লোজিং ট্যাগ থাকে না?
ক. < hi > খ. < img >
গ. < tr > ঘ. < br >
৩৯. HTML ট্যাগের চিহ্ন কোনটি?
ক. < > খ. { }
গ. ( ) ঘ. [ ]
৪০. HTML-এ সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়?
ক. < h1 > খ. < h2 >
গ. < h5 > ঘ. < h6 >
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১. গ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ঘ ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ক ৩৬. খ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ
৪১. হেডিং ট্যাগ কয়টি?
ক. 2 টি খ. 4 টি
গ. 6 টি ঘ. 8 টি
৪২. হোম পেজ দেখার জন্য আবশ্যক—
i. ওয়েব ব্রাউজার ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. HTML হচ্ছে—
i. শেখা সহজ ii. কেস সেনসিটিভ
iii. রক্ষণাবেক্ষণ সহজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. HTML ভাষায়—
i. সবচেয়ে ছোট লেখা h6
ii. প্যারাগ্রাফ শুরুর ট্যাগ (p)
iii. লাইন ব্রেক অ্যান্ড ট্যাগ নেই
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ খ. আইজ্যাক নিউটন
গ. টিম বার্নার্স লি ঘ. অ্যাডা লাভলেস
৪৬. www-এর পূর্ণরূপ কোনটি?
ক. World Web Wire
খ. World Web Wide
গ. World Wire Web
ঘ. World Wide Web
৪৭. টিম বার্নার্স লি কোনটি ব্যবহার করে ডকুমেন্ট আদান-প্রদান করেন?
ক. টিসিপি খ. এফটিপি
গ. আইপি অ্যাড্রেস ঘ. ইন্টারনেট
৪৮. ওয়েবের তথ্যগুলো অন্য কম্পিউটারে দেখার জন্য টিম বার্নার্স লি যে সফটওয়্যার তৈরি করেন, তার নাম কী?
ক. ব্রাউজার খ. ক্লায়েন্ট
গ. আইপি অ্যাড্রেস ঘ. মনিটর
৪৯. কোনটির সাহায্যে ওয়েবসাইট দেখা যায়?
ক. মনিটর খ. ব্রাউজার
গ. এইচটিএমএল ঘ. সার্ভার
৫০. ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানাকে কী বলে?
ক. ওয়েব খ. হাইপারলিংক
গ. ব্রাউজার ঘ. আইপি অ্যাড্রেস
৫১. ডায়নামিক ওয়েবসাইটকে কী বলে?
ক. ওয়েব অ্যাপ্লিকেশন
খ. লোকাল অ্যাপ্লিকেশন
গ. সার্ভার অ্যাপ্লিকেশন
ঘ. রিমোট ওয়েবসাইট
৫২. সার্ভার ক্লায়েন্ট সফটওয়্যারকে যে জবাব পাঠায়, তাকে কী বলে?
ক. উত্তর খ. রেসপনস
গ. তথ্য ঘ. রিকোয়েস্ট
৫৩. সার্ভার ও ক্লায়েন্ট কোনটির মাধ্যমে সংযুক্ত থাকে?
ক. ওয়েব অ্যাপ্লিকেশন
খ. ক্লায়েন্ট সফটওয়্যার
গ. ইন্টারনেট ঘ. স্মার্ট ডিভাইস
৫৪. সার্ভারের সফটওয়্যার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. অ্যালগরিদম খ. প্রোগ্রামিং ভাষা
গ. মার্কআপ ভাষা ঘ. ট্যাগ
৫৫. HTML–এর পূর্ণরূপ কী?
ক. Higher Text Markup Language
খ. Hyper Text Markup Language
গ. Higher Text Making Language
ঘ. Hyper Text Making Language
৫৬. ব্রাউজার কোনটি বুঝতে পারে?
ক. ট্যাগ খ. সিনট্যাক্স
গ. সমীকরণ ঘ. প্রোগ্রামিং ভাষা
৫৭. CSS–এর পূর্ণরূপ কী?
ক. Case Style Sheet
খ. Cascading Style Shit
গ. Cascading Style Sheet
ঘ. Cascading Styling Sheet
৫৮. FAQ–এর পূর্ণরূপ কী?
ক. File Access Questions
খ. File Access Query
গ. Frequently Asked Questions
ঘ. Frequenty Asked Query
৫৯. হোম পেজের মেনুগুলোকে কী বলে?
ক. মেইন সেকশন
খ. নরমাল সেকশন
গ. সাব সেকশন
ঘ. হেডার সেকশন
৬০. যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয়, তাকে কী বলে?
ক. ওয়েব ব্রাউজার
খ. সার্চ ইঞ্জিন
গ. ওয়েব পাবলিশিং
ঘ. ওয়েব কাঠামো
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১. গ ৪২. ঘ ৪৩. খ ৪৪. খ ৪৫. গ ৪৬. ঘ ৪৭. গ ৪৮. ক ৪৯. খ ৫০. ঘ ৫১. ক ৫২. খ ৫৩. গ ৫৪. খ ৫৫. খ ৫৬. ক ৫৭. গ ৫৮. গ ৫৯. ক ৬০. ঘ
৬১. স্মার্ট ডিভাইস হলো—
i. কম্পিউটার
ii. ট্যাবলেট
iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. হোম পেজ দেখার জন্য ন্যূনতম আবশ্যক—
i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. ওয়েবসাইটের প্রচলিত পেজ—
i. যোগাযোগ
ii. আমাদের সম্পর্কে
iii. FAQ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. এইচটিএমএল-এ কাজ করতে হলে প্রথমে কী তৈরি করতে হয়?
ক. ব্রাউজার ওপেন
খ. ফাইল তৈরি
গ. সার্ভার তৈরি
ঘ. ইন্টারনেট কানেকশন
৬৫. কোথায় এইচটিএমএল কোড লিখতে হয়?
ক. ব্রাউজারে খ. সার্ভারে
গ. ফাইলে ঘ. ডেটাবেজে
৬৬. ট্যাগকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?
ক. ব্র্যাকেট খ. ফরোয়ার্ড স্ল্যাশ
গ. ব্যাক স্ল্যাশ ঘ. কনটেন্ট
৬৭. এইচটিএমএল এলিমেন্ট শুরু হয় কোনটি দিয়ে?
ক. এম্পটি ট্যাগ খ. ক্লোজিং ট্যাগ
গ. ওপেনিং ট্যাগ ঘ. ফরোয়ার্ড স্ল্যাশ
৬৮. এইচটিএমএল এলিমেন্টের শেষ বোঝাতে কোনটি ব্যবহৃত হয়?
ক. ব্যাক স্ল্যাশ খ. ফরোয়ার্ড স্ল্যাশ
গ. ক্লোজিং ট্যাগ ঘ. ওপেনিং ট্যাগ
৬৯. ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের ভেতর কোনটির নাম লিখতে হয়?
ক. ট্যাগের খ. ডকুমেন্টের
গ. স্ল্যাশের ঘ. এলিমেন্টের
৭০. রেন্ডার অর্থ কী?
ক. দেখা খ. পড়া
গ. প্রদর্শন ঘ. অংশ
৭১. এইচটিএমএল-এর মূল এলিমেন্ট কোনটি?
ক. <html> খ. <head>
গ. <!DOCTYPEhtml>
ঘ. <body>
৭২. ওয়েব পেজে কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে সজ্জিত করাকে কী বলা হয়?
ক. ফরম্যাটিং খ. কোডিং
গ. ডকুমেন্টেশন ঘ. প্রোগ্রামিং
৭৩. টেক্সটে সাধারণের চেয়ে ছোট করতে কোন এলিমেন্ট ব্যবহৃত হয়?
ক. < em > খ. < u >
গ. < small > ঘ. < i >
৭৪. টেক্সটে সাধারণের চেয়ে মোটা করতে কোন এলিমেন্ট ব্যবহৃত হয়?
ক. < b > খ. < s >
গ. < big > ঘ. < bold >
৭৫. টেক্সটে সাধারণের চেয়ে বড় করতে কোন এলিমেন্ট ব্যবহৃত হয়?
ক. < bold > খ. < strong >
গ. < big > ঘ. < b >
৭৬. < b > এর মতো কাজ করে নিচের কোনটি?
ক. < s > খ. < strong >
গ. < big > ঘ. < q >
৭৭. H<sub> 2 </sub>O সিনট্যাক্সের ফলাফল নিচের কোনটি?
ক. HO খ. 2HO
গ. H2O ঘ. H2O2
৭৮. HTML-এ যে লিস্টের আইটেমগুলো অক্ষর দিয়ে শুরু হয়, তাকে কী বলে?
ক. Ordered list খ. Unordered list
গ. Bulleted list ঘ. Definition list
৭৯. ওয়েবসাইটের এক পেজের সঙ্গে অন্য পেজের সংযোগ করার পদ্ধতিকে কী বলে?
ক. হাইপারলিংক খ. লিংক
গ. ভিজিট ঘ. অ্যাংকর
৮০. URL–এর পূর্ণরূপ কী?
ক. Uniform Research Locator
খ. Uniform Resource Line
গ. Uniform Resource Locator
ঘ. Union Resource Locator
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১. ঘ ৬২. খ ৬৩. ঘ ৬৪. খ ৬৫. গ ৬৬. ক ৬৭. গ ৬৮. গ ৬৯. ঘ ৭০. গ ৭১. ক ৭২. ক ৭৩. গ ৭৪. ক ৭৫. গ ৭৬. খ ৭৭. গ ৭৮. ক ৭৯. খ ৮০. গ
৮১. ওয়েব পেজে ছবি সংযুক্ত করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়?
ক. li খ. img
গ. a ঘ. image
৮২. টেবিলের একেবারে নিচের সারিকে কী বলে?
ক. হেডার খ. সেল
গ. কলাম ঘ. ফুটার
৮৩. টেবিল তৈরিতে কোনটি নিয়ে কাজ করতে হয়?
ক. রো খ. কলাম
গ. স্তম্ভ ঘ. সেল
৮৪. ওয়েব পেজে রো, কলাম, সেল নিয়ে কী গঠিত হয়?
ক. ডকুমেন্ট খ. টেবিল
গ. প্যারাগ্রাফ ঘ. টেক্সট
৮৫. একটি সেল কতগুলো রো নিয়ে গঠিত হবে, তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি?
ক. rowspan খ. colspan
গ. cellspacing ঘ. cellpadiling
৮৬. HTML টেবিলে সেলের অভ্যন্তরে জায়গা রাখা যায় কোনটি ব্যবহার করে?
ক. celpan খ. cellpadiling
গ. cellspacing ঘ. colspan
৮৭. Meta কোন এলিমেন্টের মধ্যে থাকে?
ক. html খ. head
গ. body ঘ. p
৮৮. কোনো ভাষার উপভাষা থাকলে ভাষার পাশাপাশি বসাতে হয় কী?
ক. কোড খ. ভাষার নাম
গ. অঞ্চল কোড ঘ. ইউনিকোড
৮৯. কোনো ভাষার উপভাষা প্রকাশে কোনটি ব্যবহৃত হয়?
ক. ইউনিকোড খ. charset অ্যাট্রিবিউট
গ. রিজিওন কোড ঘ. ভাষার নাম
৯০. সাদা রঙের কোড কোনটি?
ক. #FFFFFF খ. #000000
গ. #00FF00 ঘ. #FF00FF
৯১. উপাদানের রং নির্ধারণ করে কোন প্রোপার্টি?
ক. width খ. margin
গ. color ঘ. background-color
৯২. টেক্সট এডিটর হলো—
i. নোটপ্যাড ii. নোটপ্যাড+
iii. সাবলাইম টেক্সট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৩. ওয়েবসাইট তৈরির প্রথম কাজ কী?
ক. সিনট্যাক্স লেখা খ. লে-আউট তৈরি করা
গ. ডিজাইন করা ঘ. ফিচার নির্ধারণ
৯৪. ওয়েবসাইটের ডিজাইন কিসের ওপর নির্ভর করে?
ক. ব্যবহারকারীর ওপর খ. ওয়েবসাইটের ধরনের ওপর
গ. ফিচারের ওপর ঘ. গ্রহণযোগ্যতার ওপর
৯৫. দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরির প্রথম কাজ কী?
ক. ফিচার তৈরি খ. রেজিস্ট্রেশন করা
গ. সার্ভার তৈরি ঘ. সুন্দর ডিজাইন তৈরি
৯৬. ওয়েবপেজ ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি?
ক. লে-আউট ডিজাইন খ. ডেভেলপমেন্ট
গ. কাঠামো ডিজাইন ঘ. টেস্টিং
৯৭. ওয়েবপেজের লে-আউট তৈরি মূলত কী?
ক. ওয়েব ডিজাইন খ. কাঠামো
গ. পাবলিশিং ঘ. কোডিং
৯৮. ওয়েবপেজের সঠিক কার্যক্রম পরীক্ষার জন্য কী প্রয়োজন?
ক. টেস্টিং খ. পাবলিশিং
গ. প্রোগ্রামিং ঘ. ডিজাইনিং
৯৯. ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করাকে কী বলে?
ক. ওয়েব পাবলিশিং খ. ওয়েবপেজ ডিজাইন
গ. ওয়েব কনটেন্ট ঘ. ইন্টারফেসিং
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৮১. খ ৮২. ঘ ৮৩. ক ৮৪. খ ৮৫. ক ৮৬. খ ৮৭. খ ৮৮. গ ৮৯. গ ৯০. ক ৯১. গ ৯২. খ ৯৩. গ ৯৪. খ ৯৫. ঘ ৯৬. খ ৯৭. ক ৯৮. ক ৯৯. খ