১১. কোষের সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তুসমূহ কোথায় থাকে?
ক. কোষগহ্বরে খ. সাইটোপ্লাজমে
গ. মাইটোকন্ড্রিয়ায় ঘ. গলগি বডিতে
১২. কোষপ্রাচীরের কাজ কী?
ক. সজীব অংশকে রক্ষা করা
খ. নির্জীব অংশ রক্ষা করা
গ. জৈব পদার্থ সংরক্ষণ করা
ঘ. অজৈব পদার্থ সংরক্ষণ করা
১৩. একটি আদর্শ কোষে সাধারণত কয়টি অঙ্গাণু দেখা যায়?
ক. ৬ খ. ৭
গ. ৮ ঘ. ১০
১৪. উদ্ভিদকোষের সঞ্চিত খাদ্য কী?
ক. স্নেহ খ. শর্করা
গ. গ্লাইকোজেন ঘ. আমিষ
১৫. কোষগহ্বর কোথায় থাকে?
ক. প্রোটোপ্লাজমে খ. সাইটোপ্লাজমে
গ. নিউক্লিয়াসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
১৬. উদ্ভিদকোষের কোষগহ্বরের আকার কেমন?
ক. ছোট খ. বড়
গ. মাঝারি ঘ. খুবই ছোট
১৭. প্রাণিকোষের কোষগহ্বর—
i. সাধারণত থাকে না
ii. থাকলেও তা আকারে ছোট
iii. আকারে বড় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. প্রোটোপ্লাজম ধারণ করে—
i. কোষপ্রাচীর
ii. সাইটোপ্লাজম
iii. নিউক্লিয়াস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব বস্তুগুলোকে কী বলে?
ক. কোষগহ্বর খ. কোষপ্রাচীর
গ. রাইবোজোম ঘ. কোষ অঙ্গাণু
২০. প্লাস্টিড কোথায় থাকে?
ক. কোষপ্রাচীরে খ. সেন্ট্রিওলে
গ. সাইটোপ্লাজমে ঘ. রাইবোজোমে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ঘ ২০.গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা