৪১. সূর্যের ব্যাস কত?
ক. ৪ লাখ ১৩ হাজার কিমি.
খ. ১৩ লাখ ৮৪ হাজার কিমি.
গ. ১৪ লাখ ১৩ হাজার কিমি.
ঘ. ১৫ লাখ ৮৪ হাজার কিমি.
৪২. সৌরজগতে পৃথিবী, অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কী?
ক. সূর্য খ. নীহারিকা
গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ
৪৩. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?
ক. ৫.৮ কিমি
খ. ৯.৫ কিমি
গ. ৫.৮ কোটি কিমি
ঘ. ৮.৫ কোটি কিমি
৪৪. সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের কত সময় লাগে?
ক. ২৫ ঘণ্টা খ. ২২৫ দিন
গ. ৩৮৮ দিন ঘ. ৪ বছর
৪৫. পৃথিবীর ব্যাস কত?
ক. ১২,৬৬৭ কিমি.
খ. ১৩,৬৬৭ কিমি.
গ. ১,৪২,৮০০ কিমি.
ঘ. ১,৫২,৮০০ কিমি
৪৬. বৃহস্পতি আয়তনে পৃথিবীর কত গুণ বড়?
ক. ১৩০০ গুণ খ. ১৩ হাজার গুণ
গ. ১৩ লক্ষ গুণ ঘ. ১৩ কোটি গুণ
৪৭. কোন গ্রহের বায়ুমণ্ডলে বেশির ভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস?
ক. বুধ খ. শুক্র
গ. নেপচুন ঘ. শনি
৪৮. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?
ক. সামান্য অভিগত গোলকের মতো
খ. নিটোল ফুটবলের মতো
গ. চাকতির মতো
ঘ. নিটোল গোলকের মতো
৪৯. ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন কে?
ক. নীল আর্মস্ট্রং
খ. এডউইন অলড্রিন
গ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
ঘ. ইউরি গ্যাগারিন
৫০. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?
ক. অক্ষরেখা খ. নিরক্ষরেখা
গ. মূল মধ্যরেখা ঘ. দ্রাঘিমারেখা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.খ ৪২.ক ৪৩.গ ৪৪.খ ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.ক ৪৯.ঘ ৫০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা