৭১. অফিস সাপ্লাইয়ের আওতাভূক্ত হলো—
i. স্টেপলার
ii. ক্যালকুলেটর
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন হিসাব সমীকরণে—
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. OE উপাদান হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. অনগদ ব্যয় হলো—
i. সম্পত্তির অবচয় খরচ
ii. সুনামের অবলোপন খরচ
iii. সুদ খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান?
ক. বিদ্যালয় খ. বিজ্ঞাপন সংস্থা
গ. ব্যাংক ঘ. বিমা
৭৫. নিচের কোন লেনদেনের ফলে স্বত্বাধিকার বাড়বে ও দায় হ্রাস পাবে?
ক. পাওনাদারকে পরিশোধ করা হলে
খ. কারবারে বেশি মূলধন বিনিয়োগ করলে
গ. অনুপার্জিত আয় অর্জিত হলে
ঘ. ধারে পণ্য বিক্রয় করা হলে
৭৬. হিসাববিজ্ঞানকে কী বলা হয়?
ক. ব্যবসায়ের চালিকা শক্তি
খ. ব্যবসায়ের পরিভাষা
গ. ব্যবসায়ের দর্পণ
ঘ. ব্যবসায়ের ভাষা
৭৭. কে বিভিন্ন উত্স হতে কর, ভ্যাট ও শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে?
ক. ব্যবসায়ী খ. সরকার
গ. বিচারক ঘ. সচিব
৭৮. প্রদেয় হিসাব বা পাওনাদারকে প্রদান ৫০০০ টাকা। এ লেনদেন দ্বারা ব্যবসায়ের কী ধরনের পরিবর্তন হয়েছে?
ক. নিট পরিবর্তন
খ. কাঠামোগত পরিবর্তন
গ. গুণগত পরিবর্তন
ঘ. মালিকানাস্বত্বের পরিবর্তন
৭৯. বিনা মূল্যে পণ্য বিতরণ করা হলে হিসাব সমীকরণের ওপর প্রভাব পড়বে—
ক. সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
খ. সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার হ্রাস
গ. সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি
ঘ. স্বত্বাধিকার হ্রাস, স্বত্বাধিকার বৃদ্ধি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭১.ক ৭২.খ ৭৩.ক ৭৪.ক ৭৪.ঘ ৭৫.গ ৭৬.ঘ ৭৭.খ ৭৮.ক ৭৯.ঘ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা