১. ক্রিয়ার সঙ্গে বাক্যের কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষ্য ও অনুসর্গ
ঘ. বিশেষণ ও আবেগ
২. ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তেমন কারকের নাম কী?
ক. সম্বন্ধ কারক
খ. অপাদান কারক
গ. অধিকরণ কারক
ঘ. কর্তৃ কারক
৩. বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৪. ‘আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম’— বাক্যটিতে ‘আমরা’ কোন কারক?
ক. কর্তৃ কারক খ. কর্ম কারক
গ. করণ কারক ঘ. অপাদান কারক
৫. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে?
ক. কর্তৃ কারক
খ. কর্ম কারক
গ. অধিকরণ কারক
ঘ. অপাদান কারক
৬. ‘শিক্ষককে জানাও’—এই বাক্যে ‘শিক্ষককে’ কোন কারক?
ক. অধিকরণ খ. অপাদান
গ. কর্তৃ কারক ঘ. কর্ম কারক
৭. ‘জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে ‘জমি থেকে’ কোন কারক?
ক. করণ কারক খ. কর্ম কারক
গ. অপাদান ঘ. অধিকরণ
৮. কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়?
ক. অপাদান কারক
খ. অধিকরণ কারক
গ. সম্বন্ধ কারক
ঘ. কর্ম কারক
৯. ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে কী বলে?
ক. পদ খ. সমাস
গ. কারক ঘ. অনুসর্গ
১০. কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত হয় কোনটি?
ক. উপসর্গ ও বিভক্তি
খ. উপসর্গ ও অনুসর্গ
গ. পদ ও অনুসর্গ
ঘ. বিভক্তি ও অনুসর্গ
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৫: ১.খ ২.ক ৩.ঘ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.গ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা