পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হওয়ায় কোন ধরনের অবস্থার সৃষ্টি হয়?
ক. তাপমাত্রা বৃদ্ধি পায়
খ. বায়ুপ্রবাহ বৃদ্ধি পায়
গ. তাপমাত্রা হ্রাস পায়
ঘ. বায়ুচাপ হ্রাস পায়
২. দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত?
ক. নিরক্ষীয় খ. মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মহাদেশীয়
৩. সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?
ক. নিরক্ষীয় অঞ্চল
খ. মৌসুমি জলবায়ু
গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়
ঘ. ক্রান্তীয় মহাদেশীয়
৪. শীতকালে বৃষ্টিপাত ও গ্রীষ্মকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশ কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য?
ক. নিরক্ষীয় খ. ভূমধ্যসাগরীয়
গ. মৌসুমি ঘ. মেরুদেশীয়
৫. ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ুর অপর নাম কী?
ক. আফ্রিকান খ. ব্রাজিলিয়ান
গ. নিরক্ষীয় ঘ. সুদানি
৬. ‘মৌসুম’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি খ. ফারসি
গ. ইংরেজি ঘ. বাংলা
৭. মৌসুমি জলবায়ু অঞ্চলে উত্তর গোলার্ধে বর্ষাকালে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়?
ক. নিরক্ষরেখায়
খ. কর্কটক্রান্তি রেখায়
গ. মকরক্রান্তি রেখায়
ঘ. মূল মধ্যরেখায়
৮. ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত কখন হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শীতকালে ঘ. সারা বছর
৯. কোন জলবায়ু অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়েছে?
ক. নিরক্ষীয় খ. ভূমধ্যসাগরীয়
গ. মেরুদেশীয় ঘ. মৌসুমি
১০. রেশম কোন জলবায়ু অঞ্চলের উল্লেখযোগ্য শিল্প?
ক. নাতিশীতোষ্ণ খ. ভূমধ্যসাগরীয়
গ. মেরুদেশীয় ঘ. নিরক্ষীয়
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.গ ৯.ক ১০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা