সপ্তম শ্রেণির পড়াশোনা
১১. বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। কারণ—
i. কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়
ii. বিনিয়োগসহায়ক সরকারি কর্মসূচি রয়েছে
iii. উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্যান্য দেশের চেয়ে ভালো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ফলের রস কী ধরনের খাদ্য?
ক. রপ্তানিযোগ্য খাদ্য
খ. শিশুখাদ্য
গ. দুধজাতীয় খাদ্য
ঘ. প্রক্রিয়াজাতকৃত খাদ্য
১৩. প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা—
i. পুঁজির সমস্যা
ii. রপ্তানি চাহিদা কম
iii. কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. দেশকে উন্নত করতে হলে আমাদের কী করা উচিত?
ক. জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করা
খ. কুটিরশিল্পের ওপর জোর দেওয়া
গ. যোগাযোগব্যবস্থার ওপর জোর দেওয়া
ঘ. কৃষি খাতকে গুরুত্ব প্রদান করা
১৫. বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে?
ক. শহরে খ. গ্রামে
গ. রাজধানীতে ঘ. পাহাড়ি এলাকায়
১৬. যাদের নিজস্ব বা স্থায়ী বসতবাড়ি নেই, তাদের কী বলা হয়?
ক. ভাসমান খ. নিম্নবিত্ত
গ. মধ্যবিত্ত ঘ. উচ্চবিত্ত
১৭. কারা আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজগুলো করে থাকেন?
ক. উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা
খ. মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা
গ. উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা
ঘ. নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তরা
১৮. বাংলাদেশের মোট খাদ্যচাহিদার বড় অংশ কারা উৎপাদন করছেন?
ক. চাষিরা খ. চাকরিজীবীরা
গ. ব্যবসায়ীরা ঘ. রাজনীতিবিদেরা
১৯. মিস্ত্রি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. নিম্নবিত্ত খ. মধ্যবিত্ত
গ. উচ্চবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত
২০. আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ—
i. সরকারি চাকরি
ii. দোকানের কাজ
iii. ব্যবসা প্রতিষ্ঠানে কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)