তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১৫১. বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট সংগ্রহের যে সেবা চালু করেছে, তার নাম কী?

ক. ই-টিকিটিং খ. ই-কমার্স

গ. ইন্টারনেট ঘ. রেলওয়ে সার্ভিস

১৫২. E-commerce-এর পূর্ণরূপ কী?

ক. Electro commerce

খ. Electric commerce

গ. Electronic commerce

ঘ. Electronics commerce

১৫৩. কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কী বলে?

ক. ইন্টারনেট খ. ই-কমার্স

গ. ই-মেইল ঘ. ওপরের সব কটি

১৫৪. E-commerce ব্যবস্থায় ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করেন কীভাবে?

ক. অনলাইন, মোবাইল ব্যাংকিং ও COD পদ্ধতিতে

খ. ব্যাংক চেক

গ. সরাসরি দোকানে গিয়ে

ঘ. ডাক যোগাযোগ

১৫৫. COD-এর পূর্ণরূপ কোনটি?

ক. Cash Over Delivery

খ. Cash On Delivery

গ. Cash Order Delivery

ঘ. Cash Of Delivery

১৫৬. COD দ্বারা বোঝায়—

i. প্রাপ্তির পর পরিশোধ

ii. ক্যাশ অন ডেলিভারি

iii. বিল পরিশোধ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫৭. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?

ক. Internet খ. COD

গ. MTS ঘ. ATM

১৫৮. ই-কর্মাসে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ করা যায়?

ক. ১ ধরনের খ. ২ ধরনের

গ. ৩ ধরনের ঘ. ৪ ধরনের

১৫৯. ই-কমার্সের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ হলো—

i. ক্রেডিট কার্ড

ii. ডেবিট কার্ড

iii. মোবাইল ব্যাংকিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬০. বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?

ক. ২০১০-২০১১ খ. ২০১১-২০১২

গ. ২০১৩-২০১৪ ঘ. ২০১৪-২০১৫

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৫১.ক ১৫২.গ ১৫৩.খ ১৫৪.ক ১৫৫.খ ১৫৬.ঘ ১৫৭.খ ১৫৮.খ ১৫৯.ঘ ১৬০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা