প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১৬ জুলাই মঙ্গলবার, ভূগোল ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ১ম পর্ব। ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
ক. ৭ কিমি খ. ১৭ কিমি গ. ২৭ কিমি ঘ. ৩৭ কিমি
২. সিয়াল ও সিমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কী?
ক. কনরাড বিযুক্তি খ. গুটেনবার্গ বিযুক্তি
গ. সনোরা লাইন ঘ. মোহোবিযুক্তি
৩. অশ্মমন্ডল ও গুরুমন্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
ক. কনরাড বিযুক্তি খ. মোহো বিযুক্তি
গ. উইচার্ট বিযুক্তি ঘ. গুটেনবার্গ বিযুক্তি
৪. অশ্মমন্ডল কোন দুটি স্তরে বিভক্ত?
ক. সিমা ও ক্রোফেসিমা খ. সিয়াল ও সিমা
গ. নিফেমিয়া ও সিমা ঘ. নিফেসিমা ও ক্রোফেসিমা
৫. গুরুমন্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে—
i. সিলিকন
ii. অ্যালুমিনিয়াম
iii.ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত
গ. সঞ্চয়জাত ঘ. ল্যাকোলিথ
৭. পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. এশিয়া
৮. হিমালয় কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. আগ্নেয়
গ. চ্যুতি স্তূপ ঘ. ক্ষয়জাত
৯. কোনটি ইউরোপের পর্বতমালা?
ক. আল্পস খ. আন্দিজ
গ. রকি ঘ. হিমালয়
১০. জার্মানির ‘ব্লাক ফরেস্ট’ কোন শ্রেণির পর্বত?
ক. সঞ্চয়জাত খ. চ্যুতিস্তূপ
গ. ভঙ্গিল ঘ. ল্যাকোলিথ
সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ
১১. চ্যুতিস্তূপ পর্বত হচ্ছে—
i. খাড়া ঢালবিশিষ্ট
ii. নরম শিলায় গঠিত
iii.সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. সমুদ্রপৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত
বিস্তীর্ণ স্থলভাগকে কী বলে?
ক. মালভূমি খ. উপত্যকা
গ. সমভূমি ঘ. নিম্নভূমি
১৩. ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল/ভাঁজ খ. স্তূপ/চ্যুতি
গ. ল্যাকোলিথ ঘ. সনোরা লাইন
১৪. কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. স্তূপ ঘ. ভঙ্গিল
১৫. ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত?
ক. নুড়ি খ. লাভা
গ. ম্যাগমা ঘ. প্রাবরেখা
১৬. পর্বত সাধারণ কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক. ৪০০ মিটার খ. ৬০০ মিটার
গ. ৫০০ মিটার ঘ. ৬০০-১০০০ মিটার
১৭. কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন?
ক. অক্ষাংশের জন্য খ. ভূমির ঢালের জন্য
গ. উচ্চতার কারণে ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
১৮. ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল
গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত
১৯. বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
২০. পদ্মার উপনদী কোনটি?
ক. মধুমতি খ. গড়াই
গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা
সঠিক উত্তর: ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ
২১. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. পাকিস্তান ঘ. মিয়ানমার
২২. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ১৪ খ. ২৪ গ. ৩৪ ঘ. ৪৪
২৩. বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
ক. ফুজিয়ামা খ. আন্দিজ
গ. হেনরি ঘ. ভিসুভিয়াস
২৪. পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?
ক. খুলনা-বাগেরহাট খ. কুমিল্লা-নোয়াখালী
গ. রংপুর-দিনাজপুর ঘ. চট্টগ্রাম-কক্সবাজার
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৫. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্গত?
ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় খ. পাদদেশীয় সমভূমি
গ. মধুপুর ও ভাওয়ালের গড় ঘ. বরেন্দ্রভূমি এলাকা
২৬. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত এলাকার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে—
i. বৃষ্টিপাত
ii. মৃত্তিকায়
iii. উদ্ভিদে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. দক্ষিণ-পূর্ব
গ. উত্তর-পশ্চিম ঘ. দক্ষিণ-পশ্চিম
২৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
ক. তাজিংডং খ. কেওক্রাডাং
গ. গারো পাহাড় ঘ. মেঘলা
২৯. বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩০. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?
ক. পাদদেশীয় খ. প্লাবন
গ. বদ্বীপ ঘ. হিমবাহ
সঠিক উত্তর: ২১. ক ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ক
৩১. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ১২ মিটার খ. ২১ মিটার গ. ৩১ মিটার ঘ. ৩৪ মিটার
৩২. বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
ক. ধূসর খ. লালচে হলুদ
গ. খয়েরি ঘ. হালকা বাদামি
৩৩. ভারতের বিন্ধ্যা ও সাতপুরা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত
গ. ল্যাকোলিথ ঘ. স্তূপ
৩৪. আফ্রিকার কিলিমানজারো কোন ধরনের পর্বত?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. চ্যুতি স্তূপ ঘ. ভঙ্গিল বা ভাঁজ
৩৫. আদিতে পৃথিবী কী রকম ছিল?
ক. কঠিন অবস্থা খ. গ্যাসপ্লি
গ. অত্যন্ত শীতল ঘ. সাধারণ
৩৬. ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য—
i. স্তর ও জীবাশ্মবিহীন থাকে
ii. ভাঁজ দেখা যায়
iii. দীর্ঘ ও উচ্চতম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আসমা গাজীপুরে থাকে। সে ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যাবে।
৩৭. উদ্দীকের গাজীপুর জেলাটি কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত?
ক. টারশিয়ারি পাহাড় খ. প্লাইস্টোসিনকালের সোপান
গ. প্লাবন সমভূমি ঘ. উপকূলীয় সমভূমি
৩৮. পার্বত্য চট্টগ্রামের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য—
i. পাহাড়ের উচ্চতা ৬১০ মি.
ii. লুসাই পাহাড়ের সমগোত্রীয়
iii.হিমালয় পর্বতের সময় সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. সাধারণত ৬০০ মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট শিলাস্তরকে কী বলে?
ক. সমভূমি খ. মালভূমি
গ. প্রণবভূমি ঘ. পর্বত
৪০. কোনটি ইউরোপের পর্বতমালা?
ক. আল্পস খ. আন্দিজ
গ. রকি ঘ. হিমালয়
সঠিক উত্তর: ৩১. খ ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা