নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

১. রমনা রেসকোর্সে সমবেত লাখ লাখ মানুষের সমাবেশকে কবি কী রূপে কল্পনা করেছেন?

ক. বর্ষার সাগরের উত্তাল ঢেউ

খ. জনসমুদ্রের উত্তাল ঢেউ

গ. জনসমুদ্রের উদ্যান সৈকত

ঘ. লাল সূর্য আঁকা পতাকা

২. কবি নির্মলেন্দু গুণ ‘শিশুদের জন্য’ কী লিখে রেখে যাচ্ছেন?

ক. শ্রেষ্ঠ বিকেলের গল্প

খ. শ্রেষ্ঠ উপন্যাস

গ. শ্রেষ্ঠ ইতিহাস

ঘ. একটি কবিতা

৩. রেসকোর্স ময়দানে আগত মানুষের সংগ্রামী চেতনার পরিচয় মেলে কোন পঙ্​ক্তিতে?

ক. মার্চের বিরুদ্ধে মার্চ

খ. কবির বিরুদ্ধে কবি

গ. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

ঘ. কপালে কবজিতে লালসালু বেঁধে

৪. কবিতায় কাকে ‘গণসূর্য’ বলে আখ্যায়িত করা হয়েছে?

ক. লোহার শ্রমিককে

খ. ভবঘুরেকে

গ. বঙ্গবন্ধুকে

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরকে

৫. কবিহীন বিমুখ প্রান্তরে কার বিরুদ্ধে কে?

ক. রাজার বিরুদ্ধে রাজা

খ. প্রজার বিরুদ্ধে রাজা

গ. কবির বিরুদ্ধে কবি

ঘ. সেনার বিরুদ্ধে সেনা

৬. ‘স্বাধীনতাপ্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল’—কোথায়?

ক. বাংলার আলপথে

খ. সংসদ ভবনের সামনে

গ. লাখো মানুষের মনে

ঘ. ধু ধু মাঠের সবুজে

৭. ‘অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।’—এখানে কবি কে?

ক. বঙ্গবন্ধু

খ. কবি নির্মলেন্দু গুণ

গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. সংগ্রামী জনতা

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৯ নভেম্বর ১৮৬৩ সাল। এক সভায় আব্রাহাম লিংকন সংক্ষিপ্ত ও দুনিয়া কাঁপানো একটি ভাষণ দেন। এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। এই ভাষণের সবচেয়ে লক্ষণীয় দিক হলো, মাত্র একটি বাক্যে গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিংকন।

৮. আব্রাহাম লিংকনের ১৯৬৩ সালের ভাষণের সঙ্গে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সাদৃশ্য কোথায়?

ক. মুক্তির চেতনায়

খ. ঐতিহাসিক তাৎপর্যে

গ. স্বাধীনতা সংগ্রামে

ঘ. বিষয়বস্তুতে

৯. উদ্দীপক ও ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার প্রতিফলিত দিক হচ্ছে—

i. গণজাগরণের সৃষ্টি

ii. জনমত তৈরি

iii. অসাম্প্রদায়িক চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘কেমন কবি’ বলা হয়েছে?

ক. জাতীয় কবি খ. বিদ্রোহী কবি

গ. জনতার কবি ঘ. রাজনীতির কবি

সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো: ১.গ ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ক ১০.ঘ