চিঠি লেখার অভিজ্ঞতা থাকলে তা লেখো।
নমুনা উত্তর: চিঠি লেখার অভিজ্ঞতা: পায়েল আমার খুব প্রিয় বন্ধু। করোনা মহামারির সময় তাদের পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয়। এ জন্য তারা গ্রামের বাড়িতে চলে যায়। তাদের বাড়ি দুর্গম অঞ্চলে হওয়ায় সেখানে মুঠোফোনে যোগাযোগ করা যায় না। অনেক দিন তার খবর না পেয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। পরে তার ঠিকানা জোগাড় করে তাকে একটি চিঠি লিখলাম। সপ্তাহ না ঘুরতেই সে চিঠির উত্তর লিখল। চিঠিতে তার ভালো থাকার খবর শুনে স্বস্তি পেলাম।
এবার তুমি একটি চিঠি লেখো। চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে, আগে ভেবে নাও। লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখো?
নমুনা উত্তর:
শ্যামলী আ/এ, চট্টগ্রাম
১ মার্চ ২০২৩
প্রিয় আবির,
অনেক দিন তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আশা করি, ভালো আছ। আজ তোমার সঙ্গে একটি মজার অভিজ্ঞতা শেয়ার করতে বসলাম।
গত মাসের মাঝামাঝি বাবা হঠাৎ আমার জন্য দুটি কোয়েল পাখি কিনে আনলেন। তুমি তো জানো পাখির প্রতি বরাবরই আমার ভালোবাসা আছে। আমি আগ্রহ নিয়ে পাখি দুটিকে দেখতে লাগলাম। কী শান্ত তাদের স্বভাব! অদ্ভুত মায়াবী তাদের চাহনি। লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি তাদের দেখভাল করতে লাগলাম। আম্মু মাঝেমধ্যে আমাকে এই কাজে সাহায্য করেন। তারা খুব অল্প খাবার খায়।
আজ সকালে একটা অবাক করা ঘটনা ঘটল। একটি পাখি ডিম পেড়েছে। এ নিয়ে সারা দিন আমার আনন্দের সীমা নেই। বাবা বলেছেন, অন্য পাখিটিও খুব তাড়াতাড়ি ডিম পাড়তে শুরু করবে। পাখি দুটির জন্য কাজ করতে করতে কখন আমার অবসর কেটে যায়, তা বুঝতেই পারি না। আগের মতো আর অবসরে বিরক্ত লাগে না। এখন আমি ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোন বা টিভি নিয়ে পড়ে থাকি না। তাই মেজাজও খিটখিটে থাকে না।
আজ আর নয়। তোমার ছোট ভাই শান্ত কেমন আছে? তাকে আমার আদর ও ভালোবাসা দিয়ো। আর তোমার আব্বু–আম্মুকে আমার সালাম দিয়ো। তোমাদের বর্তমান পরিস্থিতি জানিয়ে চিঠির উত্তর দিতে ভুলবে না কিন্তু।
ইতি
তোমার বন্ধু
সাদমান
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা