অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র, অধ্যায় ৩ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[এর আগের প্রকাশিত লেখা]

অধ্যায় ৩

৩৫. বাট্টাকরণ শব্দটি নিচের কোনটির সঙ্গে জড়িত?

ক. ভবিষ্যৎ মূল্য খ. বর্তমান মূল্য

গ. অতীত মূল্য ঘ. অনিশ্চিত মূল্য

৩৬. বার্ষিক সুদের হারকে এক বছরের চেয়ে ছোট কোনো মেয়াদের জন্য প্রকাশ করা হলে, তাকে কী বলা হয়?

ক. Simple interest

খ. Compound interest

গ. Periodic interest

ঘ. Effective interest

৩৭. অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের ধারণার মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি কেমন?

ক. সমমুখী খ. বিপরীতমুখী

গ. উচ্চমুখী ঘ. সমানুপাতিক

৩৮. কোনো একটি কিস্তি বা বৃত্তির মোট ভবিষ্যৎ মূল্য কেমন?

ক. প্রতি কিস্তির সমান

খ. প্রতি কিস্তির চেয়ে কম

গ. প্রতি কিস্তির চেয়ে বেশি

ঘ. শেষ কিস্তির সমান

৩৯. ভবিষ্যতের এক টাকার আজকের পরিমাণ কত?

ক. ১ টাকার বেশি খ. ১ টাকার সমান

গ. ১ টাকার কম ঘ. ১ টাকার অর্ধেক

৪০. ভবিষ্যতের এক টাকা এবং আজকের এক টাকার মধ্যে কোনটি বড়?

ক. বর্তমানের এক টাকা

খ. ভবিষ্যতের এক টাকা

গ. দুটি সমান

ঘ. যেকোনোটি বড় হতে পারে

৪১. আজকের ১ টাকার ভবিষ্যৎ পরিমাণ কত?

ক. ১ টাকার বেশি

খ. ১ টাকার কম

গ. ১ টাকার অর্ধেক

ঘ. ১ টাকার সমান

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. গ ৪০. ক ৪১. ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা