[পূর্ববর্তী লেখার পর]
প্রতিশব্দ
এমন কিছু শব্দ আছে, যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে। এগুলোকে প্রতিশব্দ বলে। যেমন ‘গাছ’ শব্দটি কখনো বৃক্ষ, কখনো তরু, কখনো উদ্ভিদ, কখনো লতা, আবার কখনো তৃণ বোঝায়। এখানে বৃক্ষ, তরু, উদ্ভিদ, লতা, তৃণ—এগুলো ‘গাছ’ শব্দের প্রতিশব্দ। প্রতিশব্দকে সমার্থক শব্দও বলে। ভাষায় বৈচিত্র্য আনার জন্য বাক্যে একটি শব্দের বদলে তার উপযুক্ত প্রতিশব্দ ব্যবহার করা যায়।
প্রতিশব্দ বসিয়ে আবার লেখো:
নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো।
রাত্রি যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে, তেমনি সেই সমস্যা সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে, তেমনি আনন্দের ঘটনাও ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয়, আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময়ে নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। তাতে হতাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে, তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে।
নমুনা উত্তর:
রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে। এ উক্তির মানে হলো সমস্যা দেখে ভীত হওয়ার কিছু নেই। সংকট যেমন আছে, তেমনি সেই সংকট মীমাংসার উপায়ও আছে। দুনিয়ায় নানা রকম ঘটনা ঘটে বলেই দুনিয়া এত বিচিত্র। কষ্টের ঘটনা যেমন ঘটে, তেমনি খুশির ঘটনাও ঘটে। অপরের বেদনায় বেদনার্ত হতে হয় এবং অপরের খুশিতে খুশি হতে হয়। তবে অনেক সময়ে নিজের দুর্যোগের সময়ে কাউকে কাছে পাওয়া যায় না। তাতে ভেঙে পড়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সুরুজ ওঠে, তেমনি সংকট কেটে ভালো সময় আসে।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]