জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে এমএসসি প্রোগ্রামে ভর্তি চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এমএসসি গণিত প্রফেশনাল প্রোগ্রামে স্প্রিং–২০২৪ সেশনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা

  • গণিত/পদার্থ/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স/ যেকোনো ইঞ্জিনিয়ারিং সমমান ডিগ্রি। সিজিপিএ–২.২৫ পেতে হবে ৪–এর মধ্যে।

  • অথবা অন্য কোনো বিষয়ে বিএসসি (পাস) ডিগ্রি সাথে এক বছরের প্রিলিমিনারি গণিত কোর্সে সিজিপিএ ২.২৫ (৪-এর মধ্যে) অথবা ২য় বিভাগ থাকতে হবে।

  • অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

জেনে রাখুন

  • আবেদন ফি: ১০২০ টাকা

  • ভর্তির সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে।

  • ১ বছর মেয়াদি কোর্স (২ সেমিস্টার)

  • কোর্সটি মোট ৩৮ ক্রেডিটের

  • ক্লাসের সময়: শুক্র ও শনিবার

  • অনলাইনে অথবা সরাসরি দুইভাবেই আবেদন করা যাবে।

  • অনলাইনে আবেদনের জন্য এই লিংকে ভিজিট করুন।

  • সরাসরি আবেদনের জন্য নিচে সংযুক্ত আবেদন ফরমটি ভালোভাবে পূরণ করে, প্রয়োজনীয় ফি প্রদান করে সংশ্লিষ্ট বিভাগে নির্দিষ্ট তারিখের আগে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৩।
    ভর্তি পরীক্ষার তারিখ: ২২ ডিসেম্বর ২০২৩, সময় সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট।

  • ভর্তি: ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৪

  • ক্লাস শুরু: ৫ জানুয়ারি ২০২৪

জরুরী প্রয়োজনে যোগাযোগ

প্রফেসর ড. মো. মিজানুর রহমান, মোবাইল: ০১৭১১৪৮৬৬৯৯

প্রফেসর ড. মো. সরোয়ার আলম, মোবাইল: ০১৮১৯২৯৮৭৮০

প্রফেসর ড. সিদ্ধার্থ ভৌমিক, মোবাইল: ০১৭১৮১১৭৮৯৭

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.jnu.ac.bd