১. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?
ক. লিপিড খ. কাইটিন
গ. লিগনিন ঘ. সুবেরিন
২. কোনটি সুপার কিংডম?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. প্লানটি ঘ. ইউক্যারিওটা
৩. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো—
i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত
ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে
iii. ভ্রূণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক. বিবর্তনবিদ্যা
খ. বংশগতিবিদ্যা
গ. বন্য প্রাণীবিদ্যা
ঘ. শারীরবিদ্যা
৫. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. ফানজাই ঘ. প্লানটি
৬. কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে?
ক. অ্যামিবা খ. প্যারামেসিয়াম
গ. ডায়াটম ঘ. পেনিসেলিয়াম
৭. কোনটি হেটেরোট্রফিক?
ক. অ্যালজি খ. প্লানটি
গ. মনেরা ঘ. অ্যানিমেলিয়া
৮. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
ক. এন্টোনোলজি খ. ইকোলজি
গ. মাইকোলজি ঘ. এন্ডোক্রাইনোলজি
৯. Apis indica কোনটি সরবরাহ করে?
ক. আঁশ খ. মধু
গ. প্রোটিন ঘ. ডিম
১০. যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে—
i. ফানজাই
ii. প্লানটি
iii. অ্যানিমোলিয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা