১. তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের ওপর কোনো কাজ হয় না?
ক. সমোষ্ণ খ. সম–আয়তন
গ. সমচাপীয় ঘ. রুদ্ধতাপীয়
২. কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখা অধিক খাড়া?
ক. নিয়ন
খ. অক্সিজেন
গ. ওজোন
ঘ. কার্বন–ডাইঅক্সাইড
৩. এনট্রপির একক কোনটি?
ক. NK-1
খ. JK-1
গ. JK-1mol-1
ঘ. এককহীন রাশি
৪. বায়ুমাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া?
ক. সম–আয়তন খ. রুদ্ধতাপীয়
গ. সমচাপীয় ঘ. সমোষ্ণ
৫. থার্মোমিটারের ধারণা পাওয়া যায় তাপগতিবিদ্যার কোন সূত্রে?
ক. শূন্যতম খ. প্রথম
গ. দ্বিতীয় ঘ. তৃতীয়
৬. তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে?
ক. তাপ ও চাপের মধ্যে
খ. তাপ ও বলের মধ্যে
গ. তাপ ও কাজের মধ্যে
ঘ. তাপ ও ক্ষমতার মধ্যে
৭. কার্নো চক্রের দ্বিতীয় ধাপে কার্যনির্বাহক বস্তুর—
i. তাপের শোষণ ঘটে
ii. চাপ হ্রাস পায়
iii. তাপমাত্রা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে—
i. তাপ শোষিত হয়
ii. সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হয়
iii. সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.গ ৭.গ ৮.গ
মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা