৩৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?
ক. ১৫ দিন খ. ১৭ দিন
গ. ২১ দিন ঘ. ১ মাস
৩৬. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
ক. জহির রায়হান খ. আলতাফ মাহমুদ
গ. আবদুল্লাহ আল মামুন ঘ. মুনীর চৌধুরী
৩৭. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. হুমায়ূন আহমেদ
গ. জহির রায়হান ঘ. মুনীর চৌধুরী
৩৮. বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার বীজ বপন করে কোনটি?
ক. ভাষা আন্দোলন খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান
গ. ছয় দফা ঘ. শিক্ষা আন্দোলন
৩৯. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?
ক. আব্দুল লতিফ খ. আলতাফ মাহমুদ
গ. আব্দুল গাফ্ফার চৌধুরী ঘ. মুনীর চৌধুরী
৪০. কোনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা?
ক. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
খ. হাজার বছর ধরে
গ. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
ঘ. স্মৃতির মিনার
৪১. ১৯৯৮ সাল পর্যন্ত ২১ ফেব্রুয়ারি কী দিবস হিসেবে পালিত হতো?
ক. মাতৃভাষা দিবস খ. শহিদ দিবস
গ. ভাষা দিবস ঘ. বিজয় দিবস
৪২. ১৯৯৯ সাল থেকে ২১ ফেব্রুয়ারি থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?
ক. ভাষা দিবস খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ. মাতৃভাষা দিবস ঘ. শহিদ দিবস
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. গ ৪১. খ ৪২. খ