নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
ক. বিছানায় শুয়ে ছটফট করছে কে?
উত্তর: মোড়ল।
খ. মোড়লের বয়স কত?
উত্তর: ৫০ বছর।
গ. মোড়ল কেমন লোক ছিলেন?
উত্তর: অত্যাচারী।
ঘ. কে মোড়লের নাড়ি পরীক্ষা করছেন?
উত্তর: কবিরাজ।
ঙ. মোড়লের কোন রোগ হয়েছে?
উত্তর: হাড় মড়মড়।
চ. মোড়লকে বাঁচাতে কী দরকার?
উত্তর: সুখী মানুষের জামা।
ছ. কয় গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না?
উত্তর: পাঁচ গ্রাম।
জ. সবশেষ কোথায় সুখী মানুষের খোঁজ পাওয়া গেল?
উত্তর: বনের ধারে।
ঝ. বনের ধারের লোকটি কেন নিজেকে ‘সুখী’ মনে করেন?
উত্তর: তাঁর কোনো সম্পদ না থাকায়।
ঞ. বনের ধারের লোকটির নিকট থেকে জামা সংগ্রহ করা গেল না কেন?
উত্তর: কারণ, লোকটির কোনো জামা নেই।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা