সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে আয়োজন করা হয় বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের
সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে আয়োজন করা হয় বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের

২০২৪ সালে বাংলা ও ইংরেজি মাধ্যমে সেন্ট যোসেফে তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদন আগামী তিন দিনে

সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ৩য় শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলতি মাস থেকেই শুরু হয়েছে। ভর্তির জন্য বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীর মেধা যাচাই করা হবে। আগ্রহী শিক্ষার্থীর মা-বাবা অথবা অভিভাবককে বিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনের যোগ্যতা

  • বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের ২০২৩ সালে ২য় শ্রেণির শিক্ষার্থী হতে হবে, বয়স ১ জানুয়ারি ২০২৪ সালে ৭ বছর ৫ মাস থেকে ৮ বছর ৫ মাসের মধ্যে হতে হবে।

  • ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের (জুন-জুলাই সেশন) বর্তমানে ২য় কিংবা ২০২৩-২০২৪ সেশনের ৩য় শ্রেণির শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১ জানুয়ারি ২০২৪ সালে ৭ বছর ৫ মাস থেকে ৮ বছর ৫ মাসের মধ্যে হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ

  • আবেদনপত্র সংগ্রহ ও জমা: ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত

  • এককালীন অফেরতযোগ্য ৭০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

  • আবেদনপত্র সংগ্রহের সময় শিক্ষার্থীর প্রোগ্রেস রিপোর্ট অথবা টিউশন ফির রিসিপ্ট দেখাতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময়ও এটি সংযুক্ত করে দিতে হবে।

আবেদনপত্র জমা ও প্রার্থিতা যাচাই

  • আবেদনপত্র (ফরম) পূরণের ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং বৈধ তথ্য প্রদান করতে হবে এবং শিক্ষার্থীর মা-বাবার স্বাক্ষর থাকতে হবে।

  • ফরম জমা দেওয়ার সময় ফরমে উল্লেখিত তারিখ এবং সময়ে শিক্ষার্থীকে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আসতে হবে যেখানে একজন প্রশাসন কর্মকর্তার সামনে যাচাই করা হবে:

    • সঠিকভাবে পূরণকৃত ফরমে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে আনতে হবে

    • প্রার্থীর ২০২৩ সালের দ্বিতীয় শ্রেণির প্রোগ্রেস রিপোর্ট অথবা টিউশন ফির রশিদ

    • শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের কপি

    • বলপয়েন্ট কলম, পেন্সিল এবং ইরেজার

    • স্মার্ট ঘড়ি বা স্মার্ট ডিভাইস সাথে রাখা যাবেনা

যাচাইয়ের পর, যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে।

ভর্তির মূল্যায়ন প্রক্রিয়া

  • ভর্তির মূল্যায়ন সম্পন্ন করার তারিখ: ৩-৪ নভেম্বর ২০২৩, শুক্রবার ও শনিবার।

  • মূল্যায়নের বিষয়াবলি: বাংলা, ইংরেজি, গণিত; (২য় শ্রেণির বই থেকে)

  • সময়: সকাল ৮টা ৩০মিনিট, ১ ঘন্টা ৩০ মিনিটব্যাপি (তারিখ এবং নির্দিষ্ট সময় প্রবেশপত্রে দেওয়া থাকবে)

জেনে রাখুন

  • ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কোনো কোচিং সেন্টারের কোনো সম্পৃক্ততা নেই এবং বিদ্যালয় নিজস্ব কোনো কোচিং সেন্টারও পরিচালনা করেনা।

  • ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার তদবির কিংবা সুপারিশ গ্রহণযোগ্য নয়, বরং এধরণের যেকোনো পদক্ষেপ কর্তৃপক্ষের নজরে আসলে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং ভর্তি বাতিলও হতে পারে।

  • ভর্তি বিষয়ক তথ্যের আপডেটের জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইট sjs.edu.bd ভিজিট করুন