সংক্ষেপে জেনে রাখি - হৃৎপিণ্ড, জীববৈচিত্র্য, প্রতিপাদ স্থান, রূপান্তরিত শিলা

হৃৎপিণ্ড

হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের একরকমের পাম্প। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার ওপর অবস্থিত। হৃৎপিণ্ডটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। উভয় স্তরের মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত।

জীববৈচিত্র্য

একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে বলা হয় জীববৈচিত্র্য। পরিবেশ ভারসাম্যপূর্ণ হয় এ ধরনের উদ্ভিদ ও জীবের একসঙ্গে অবস্থানের কারণে। জীববৈচিত্র্য পরিবেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষার মূল উপাদান।

প্রতিপাদ স্থান

পৃথিবী গোলাকার। তাই পৃথিবীপৃষ্ঠের কোনো একটি স্থান বা বিন্দু থেকে গোলকের বিপরীত দিকে অন্য কোনো একটি স্থান রয়েছে। প্রথমে উল্লেখিত বিন্দু থেকে পৃথিবীর একটি কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপর দিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে, সেই বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলে।

রূপান্তরিত শিলা

আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। এভাবে চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেলে, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে এবং গ্রানাইট পরিবর্তিত হয়ে নিসে পরিণত হয়।