২১. পৃথিবীর গঠনপ্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক. প্রাকৃতিক ভূগোল খ. ভূমিরূপবিদ্যা
গ. জলবায়ুবিদ্যা ঘ. সমুদ্রবিদ্যা
২২. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের ওপর সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৮৬৫ সালে খ. ১৮৯৫ সালে
গ. ১৯৫৫ সালে ঘ. ১৯৬৫ সালে
২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, মৃত্তিকার বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?
ক. ভূমিরূপবিদ্যায় খ. মৃত্তিকা ভূগোলে
গ. নগর ভূগোলে ঘ. জলবায়ুবিদ্যায়
২৪. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে কী বলে?
ক. ভৌত পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. সাংস্কৃতিক পরিবেশ
ঘ. রাজনৈতিক পরিবেশ
২৫. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা হয় কোন ভূগোলে?
ক. পরিসংখ্যান ভূগোলে
খ. সামাজিক ভূগোলে
গ. জনসংখ্যা ভূগোলে
ঘ. অর্থনৈতিক ভূগোলে
২৬. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয়?
ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে
খ. বহিঃক্রিয়ার মাধ্যমে
গ. ক্রিয়ার মাধ্যমে
ঘ. সময়ের মাধ্যমে
২৭. ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ফ্রান্স খ. গ্রিস
গ. ইংল্যান্ড ঘ. জার্মান
২৮. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল’— এ উক্তিটি কে করেছেন?
ক. ই এ ম্যাকনি খ. ড্যাডলি স্ট্যাম্প
গ. কার্ল রিটার ঘ. রিচার্ড হার্টশোন
২৯. নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচিত বিষয় নয়?
ক. সমুদ্রপথে যোগাযোগ
খ. সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ
গ. সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা
ঘ. আবহাওয়ার ধরন
৩০. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?
ক. প্রাকৃতিকভাবে খ. অর্থনৈতিকভাবে
গ. পরিবেশগত ঘ. সামাজিকভাবে
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা