[পূর্ববর্তী লেখার পর]
৪৫. বিভিন্ন উপকরণ নিয়োগের প্রভাবে যে উৎপাদন পাওয়া যায় তাকে কী বলে?
ক. মোট উৎপাদন খ. প্রান্তিক উৎপাদন
গ. দেশীয় উৎপাদন ঘ. গড় উৎপাদন
৪৬. নিচের কোনটি গড় উৎপাদন নির্দেশ করে?
ক. গড় উৎপাদন = মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন
খ. গড় উৎপাদন = প্রান্তিক উৎপাদন মোট শ্রম উপকরণ
গ. গড় উৎপাদন = মোট উৎপাদন মোট শ্রম উপকরণ
ঘ. গড় উৎপাদন = মোট উৎপাদন প্রকৃত উৎপাদন
৪৭. প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকলে গড় উৎপাদন কেমন হয়?
ক. কমে
খ. বাড়ে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. সমান হয়
৪৮. অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায়, তাকে কী বলে?
ক. মোট উৎপাদন
খ. প্রান্তিক উৎপাদন
গ. প্রান্তিক উপযোগ
ঘ. নিট উৎপাদন
৪৯. গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয়—
i. গড় উৎপাদন
ii. প্রান্তিক উৎপাদন
iii. মোট উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. প্রান্তিক উৎপাদন বাড়লে—
i. গড় উৎপাদন বাড়ে
ii. গড় উৎপাদন কমে
iii. প্রান্তিক উৎপাদন > গড় উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা কী?
ক. প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান
খ. গড় উৎপাদন ক্রমহ্রাসমান
গ. মোট উৎপাদন ক্রমহ্রাসমান
ঘ. নিট উৎপাদন ক্রমবর্ধমান
৫২. সরকারের সামাজিক ব্যয় বৃদ্ধি কোনটি নির্দেশ করে?
ক. সরকারি ব্যয় হ্রাস
খ. লোকজনের দুঃখ–দুর্দশা বৃদ্ধি
গ. সামাজিক সুযোগ ব্যয়
ঘ. প্রান্তিক ব্যয় বৃদ্ধি
৫৩. সামাজিক ব্যয় কোন ব্যয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে?
ক. আর্থিক ব্যয় খ. ব্যক্তিগত ব্যয়
গ. অপ্রকাশ্য ব্যয় ঘ. মানবিক ব্যয়
৫৪. ব্যক্তিগত ব্যয়ে কোন ব্যয় প্রতিফলিত নাও হতে পারে?
ক. সামাজিক ব্যয় খ. উৎপাদন ব্যয়
গ. অপ্রকাশ্য ব্যয় ঘ. প্রকৃত উৎপাদন ব্যয়
৫৫. সাধারণ অর্থে উৎপাদন কী?
ক. কোনো বস্তু সৃষ্টি করা
খ. উপাদান বৃদ্ধি করা
গ. বিক্রয়ের জন্য নিয়ে আসা
ঘ. উৎপাদন সংগ্রহ করা
৫৬. অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. চাহিদা খ. ভোগ
গ. বণ্টন ঘ. উৎপাদন
৫৭. প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের সমষ্টিকে কী বলে?
ক. ব্যক্তিগত ব্যয় খ. আর্থিক ব্যয়
গ. সুযোগ ব্যয় ঘ. সামাজিক ব্যয়
৫৮. বনের কাঠ কেটে আসবাব তৈরি কোন ধরনের উৎপাদন?
ক. রূপগত খ. স্থানগত
গ. সময়গত ঘ. সেবাগত
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪৫.ক ৪৬.গ ৪৭.খ ৪৮.খ ৪৯.ক ৫০.খ ৫১.ক ৫২.গ ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.ঘ ৫৭.ক ৫৮.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]