দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৮)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কী করে?

ক. সহজ করে খ. দুরূহ করে

গ. প্রভাবিত করে ঘ. একমুখী করে

৩২. মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশে কী করে?

ক. মানানসই হয় না

খ. নানা পরিবর্তন ঘটায়

গ. নতুন কিছু সৃষ্টি করে

ঘ. উন্নতি ঘটায়

৩৩. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় কীভাবে?

ক. প্রকৃতির জড় উপাদান নিয়ে

খ. প্রকৃতির জীব উপাদান নিয়ে

গ. জড় ও জীব উপাদান নিয়ে

ঘ. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে

৩৪. ভূগোলের সঙ্গে পরিবেশ কীভাবে জড়িত?

ক. অঙ্গাঙ্গীভাবে খ. বিপরীতভাবে

গ. দুর্বলভাবে ঘ. নামমাত্র

৩৫. মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করছে—

i. পৃথিবীর জলবায়ু

ii. পৃথিবীর প্রাকৃতিক সম্পদ

iii. সৌরজগতের বাইরের ঘটনাপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যে উপাদান নিয়ে—

i. মাটি, পানি, বায়ু নিয়ে

ii. আলো, উদ্ভিদ, প্রাণী নিয়ে

iii. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয় যেগুলো—

i. জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি

ii. সামাজিক জীবনের ওপর প্রভাব

iii. অর্থনৈতিক জীবনের ওপর প্রভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. বাংলাদেশের দারিদ্রে৵র কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবেন—

i. জলবায়ুর ii. ভূপ্রকৃতির

iii. শিক্ষার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা