পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪৭. নিচের কোনটি পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলির অন্তর্গত?
ক. উৎপাদন খ. পরিবহন
গ. পুনঃরপ্তানি ঘ. খুচরা ব্যবসায়
৪৮. ব্যবসায়ের গুরুত্ব হলো—
i. গবেষণা ও উদ্ভাবন
ii. সঞ্চয় ও বিনিয়োগ
iii. রাজস্ব আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. সময়গত খ. রূপগত
গ. স্থানগত ঘ. স্বত্বগত
৫০. বাগান থেকে কমলালেবু সংগ্রহ করে বিভিন্ন আকারে সাজানোকে কী বলে?
ক. গুদামজাতকরণ খ. প্রমিতকরণ
গ. পর্যায়িতকরণ ঘ. মোড়কীকরণ
৫১. পুনর্বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করেন কে?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. উৎপাদক ঘ. ভোক্তা
৫২. ব্যবসায়ে ঝুঁকি হ্রাসের জন্য কোনটি প্রয়োজন?
ক. তথ্য সংগ্রহ খ. বাজার গবেষণা
গ. মজুতকরণ ঘ. বিমা
৫৩. পণ্য প্রমিতকরণে বিবেচ্য বিষয় হলো—
i. পণ্যের আকৃতি
ii. ওজন
iii. গুণাগুণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. প্রত্যক্ষ সেবার আওতাধীন হচ্ছে—
i. ছাত্রদের বাসায় পড়ানো
ii. উকিলের ওকালতি
iii. চার্টার্ড অ্যাকাউন্টেসি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. সংযোজন শিল্পের অন্তর্গত হলো—
i. টেলিভিশন
ii. মোটরগাড়ি
iii. সার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪৭.ঘ ৪৮.ক ৪৯.খ ৫০.গ ৫১.খ ৫২.খ ৫৩.খ ৫৪.ঘ ৫৫.ক
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা