পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. ফিউজ তার তৈরিতে সিসা ও টিনের অনুপাত কত?
ক. ১: ১ খ. ২: ১
গ. ১: ২ ঘ. ৩: ১
১২. আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত?
ক. দুই খ. অসীম
গ. শূন্য ঘ. সসীম
১৩. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
ক. ফার্মাটের নীতি খ. কার্শফের সূত্র
গ. ওহমের সূত্র ঘ. হুইটস্টোন নীতি
১৪. নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহকের রোধ এর দৈর্ঘ্যের সাথে কীভাবে পরিবর্তিত হয়?
ক. সমানুপাতে
খ. ব্যস্তানুপাতে
গ. বর্গের সমানুপাতে
ঘ. বর্গের ব্যস্তানুপাতে
১৫. নিচের কোন এককটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার
গ. ওয়াট ঘ. ওহম
১৬. কোনো তারের আপেক্ষিক রোধ নির্ভর করে যার ওপর—
i. তারের দৈর্ঘ্যের
ii. তারের তাপমাত্রা
iii. তারের উপাদানের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কোনো পরিবাহকের রোধ—
i. তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পায়
ii. দৈর্ঘ্য বাড়লে বৃদ্ধি পায়
iii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. রোধের উষ্ণতা সহগ নির্ভর করে—
i. পদার্থটির দৈর্ঘ্যের ওপর
ii. পদার্থটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর
iii. উপাদানের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯. এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল?
ক. 3.6 × 105 খ. 3.6 × 106
গ. 3.6 × 103 ঘ. 3.60
২০. কির্শফের সূত্রগুলো কোনটি?
ক. ∑i = 0 ও ∑iR = 0
খ. ∑iR = 0 ও ∑i = ∑E
গ. ∑i = 0 ও ∑iR = ∑E
ঘ. ∑R = 0 ও ∑i = 0
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.ঘ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা