সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ৮ - যোগাযোগে নিয়ম মানি (পর্ব -৩ )

সপ্তম শ্রেণির পড়াশোনা

পোস্ট কোড

চিঠিতে প্রয়োজনীয় ডাকঘরের ঠিকানায় পাঠানোর জন্য চিঠির খামের ঠিকানায় নির্দিষ্ট কিছু অক্ষর বা অঙ্কের ক্রম ব্যবহার করা হয়, তাদের পোস্ট কোড বলা হয়। যেমন ঢাকা-১২০৭, মোহাম্মদপুরের একটি পোস্ট কোড।

আনুষ্ঠানিক যোগাযোগ

শিক্ষক, অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যে যোগাযোগ হয়, সেটিকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হয়।

অনানুষ্ঠানিক যোগাযোগ

ভাই-বোন, মা–বাবা, কাছের আত্মীয়, বন্ধুবান্ধবের সঙ্গে যে যোগাযোগ হয়, সেটি অনানুষ্ঠানিক যোগাযোগ। অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে তেমন কোনো নিয়মকানুনের বাধ্যবাধকতা

থাকে না।

সাধারণ যোগাযোগ

সাধারণত হাতে লেখা চিঠি, সাংকেতিক চিহ্ন ও মৌখিকভাবে সরাসরি উপস্থিত থাকার মাধ্যমে যে যোগাযোগ করা হয়, সেটি সাধারণ যোগাযোগ। সাধারণ যোগাযোগে বার্তা আদান–প্রদানে বেশি সময় লাগে।

ডিজিটাল যোগাযোগ

ডিজিটাল যোগাযোগের মাধ্যম হচ্ছে ই-মেইল, ওয়েবসাইট, ভিডিও কল, চ্যাট মেসেজ, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি। ডিজিটাল যোগাযোগে বার্তা আদান–প্রদানে খুবই কম সময় লাগে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা