৭১. তিন পুরুষের পরিবারকে কী বলে?
ক. যৌথ পরিবার
খ. অণু পরিবার
গ. বর্ধিত পরিবার
ঘ. সমতাভিত্তিক পরিবার
৭২. কোন ধরনের পরিবারের বয়স্ক সদস্যরা বিশেষ মর্যাদা এবং বার্ধক্যে বিশেষ সেবাযত্ন লাভ করে থাকেন?
ক. যৌথ পরিবারের
খ. নয়াবাস পরিবারের
গ. অণু পরিবারের
ঘ. বর্ধিত পরিবারের
৭৩. একাধিক মহিলার সঙ্গে একাধিক পুরুষের বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে, তাকে কী বলে?
ক. দলগত বিবাহভিত্তিক পরিবার
খ. এক বিবাহভিত্তিক পরিবার
গ. বহু স্বামী বিবাহভিত্তিক পরিবার
ঘ. বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবার
৭৪. একজন স্ত্রী লোকের সঙ্গে একাধিক পুরুষের বিয়ের মাধ্যমে যে পরিবার গঠিত হয়, তাকে কী বলে?
ক. বহু স্বামী বিবাহভিত্তিক পরিবার
খ. বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবার
গ. এক বিবাহভিত্তিক পরিবার
ঘ. দলগত বিবাহভিত্তিক পরিবার
৭৫. পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৭৬. কোন ধরনের পরিবারে স্বামী-স্ত্রী উভয়ের ক্ষমতা প্রায় সমান?
ক. অণু পরিবারে
খ. সমতাভিত্তিক পরিবারে
গ. যৌথ পরিবারে
ঘ. বর্ধিত পরিবারে
৭৭. পিতৃপ্রধান পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ন্যস্ত থাকে—
i. স্বামীর ওপর
ii. পিতার ওপর
iii. মাতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৭১.গ ৭২.ক ৭৩.ক ৭৪.ক ৭৫.ক ৭৬.খ ৭৭.ক
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা